X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘সাত বছর পর মায়ের মায়াভরা মুখ দেখলাম’

রাজশাহী প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৯, ০০:৪৫আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ০০:৫১

মাকে জড়িয়ে ধরে আছেন খাদিজা (ছবি– প্রতিনিধি)

‘দীর্ঘ সাত বছর পর মায়ের মায়াভরা মুখ দেখলাম। মনে হচ্ছে, আকাশের চাঁদ হাতে পেয়েছি। ভাবতেও পারিনি, বাবা-মাকে ফিরে পাবো! পরিবারকে ফিরে পেয়ে এতো খুশি হয়েছি, যা কাউকেই বোঝাতে পারবো না।’

কথাগুলো একদমে বলে গেলেন খাদিজা খাতুন (১৯); যিনি ২০১২ সালে প্রতিবেশী এক ভাইয়ের মাধ্যমে ভারতে পাচার হয়েছিলেন। এরপর দীর্ঘ ছয় বছর ভারতের মালদহে সরকারি এক সেফহোমে থাকতে হয়েছে তাকে। গত বছরের ১৯ এপ্রিল কোনও এক মাধ্যমে চাঁপাইনাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরে আসেন তিনি এবং আশ্রয় নেন রাজশাহীর মানবাধিকার সংস্থা অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্টের (এসিডি) শেল্টার হোমে। সেই থেকে খাদিজা দীর্ঘ একবছর ৪ মাস এসিডির শেল্টার হোমেই ছিলেন। শনিবার (১৭ আগস্ট) এসিডির মাধ্যমেই মা-বাবাকে ফিরে পান খাদিজা।

পরিবারের সঙ্গে খাদিজা (ছবি– প্রতিনিধি)

খাদিজার বাবার নাম আবুল কাশেম ফকির আর মা আনোয়ারা বেগম। এসিডির অফিসে এসে মা আনোয়ারা বেগম বলেন, ‘আমাদের বাড়ি ময়মনসিংহে। তবে দীর্ঘদিন ধরে ঢাকার গুলশান-২ এর নূরের চালা এলাকায় পরিবার নিয়ে বাস করি আমরা। ২০১২ সালে খাদিজা যখন নিখোঁজ হয়, তখন সে মাদ্রাসায় পড়তো। পড়ালেখার পাশাপাশি পাশের বাসার ধনাঢ্য এক ব্যক্তির সন্তানকে দেখাশোনার কাজ করতো সে। একদিন ওই বাড়িতে গিয়ে সেখান থেকেই নিখোঁজ হয় খাদিজা। পরে জানতে পারি, প্রতিবেশি এক লোকের মাধ্যমে খাদিজা ভারতে পাচার হয়ে গেছে। এরপর থেকে আমার মেয়েকে পাওয়ার আশাই ছেড়ে দিয়েছিলাম।’

আনোয়ারা বলেন, ‘গত এক সপ্তাহ আগে এসিডির মাধ্যমে হঠাৎ মেয়ের খোঁজ পাই। তখনই মেয়ের সঙ্গে মোবাইলে কথা কই। বুঝতে পারি, এই সেই আমার খাদিজা। অবশেষে গুলশান থেকে মেয়েকে নিতে রাজশাহীর উদ্দেশে রওনা হই। শনিবার (১৭ আগস্ট) সকালে এসিডি অফিসে মেয়েকে পেয়ে খুব ভালো লেগেছে। মেয়েকে পেয়ে মনে হচ্ছে স্বপ্ন দেখছি।’

এসিডি অফিসে খাদিজা ও তার বাবা-মা (ছবি– প্রতিনিধি)

এসিডির শেল্টার হোম ম্যানেজার পুষ্প রাণী বিশ্বাস বলেন, ‘২০১৮ সালের ১৯ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার মাধ্যমে আমাদের শেল্টারহোমে আসে খাদিজা। তারপর থেকে সে শেল্টার হোমেই ছিল। এখানে আসার পর থেকেই খাদিজা পরিবারের কাছে ফিরে যেতে চেয়েছিল। আমরা তার পরিবারের খোঁজ পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আশ্বাসও দিয়েছিলাম। শেষপর্যন্ত আমরা পরিবারের খোঁজ পেয়ে আনুষ্ঠানিকতা শেষে শনিবার দুপুরে খাদিজাকে মা-বাবার কাছে হস্তান্তর করেছি।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’