X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ডেঙ্গু পরীক্ষার ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ ডায়াগনস্টিকের বিরুদ্ধে

নওগাঁ প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৯, ১০:১৭আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ১০:৩১

 

ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট নওগাঁর ল্যাব এইড হাসপাতালের বিরুদ্ধে ডেঙ্গু পরীক্ষার ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, তাদের কোনও ভুল নেই। ডেঙ্গু পরীক্ষার কিটে সমস্যা থাকতে পারে। সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার পর্যাপ্ত কিট না থাকায় ক্লিনিকগুলোয় পরীক্ষা করাচ্ছেন আক্রান্তরা। কিন্তু পরীক্ষায় ভুল রিপোর্ট আশায় মানুষ শঙ্কিত হয়ে পড়েছেন।

বলিহার ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু নাসের বলেন, ‘আমার ছেলে ইশতিয়াক আহম্মেদের (৩০) জ্বর হলে ১০ আগস্ট নওগাঁ ল্যাব এইড হাসপাতালে রক্ত পরীক্ষা করানো হয়। ডা. সমশের আলী স্বাক্ষরিত ফলাফলে ডেঙ্গু এনএস-১ পজিটিভ দেখানো হয়। আমি ছেলেকে নিয়ে ঢাকার মহাখালী রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পরীক্ষায় দেখা গেছে ডেঙ্গু নেগেটিভ। অর্থাৎ ল্যাব এইডে পরীক্ষার রিপোর্ট ভুল ছিল।’

হাসিনুর হাসান জিম (২৩)জ্বর হলে ১৫ আগস্ট  ল্যাব এইডে রক্ত পরীক্ষা করেন। ডা. সমশের আলী স্বাক্ষরিত ফলাফলে ডেঙ্গু এনএস-১ পজিটিভ দেখানো হয়েছে। এই ফলাফল নিশ্চিত হওয়ার জন্য শহরের কমপ্যাথ ল্যাবরেটরিতে একই পরীক্ষায় নেগেটিভ ফলাফল প্রদর্শিত হয়। দু’টি ল্যাবে পৃথক ফলাফলের সন্দেহ দূর করতে বগুড়া ইবনে সিনা কনসালটেশন সেন্টারে ডেঙ্গু এনএস-১ পরীক্ষা করেন। সেখানে নেগেটিভ আসে।

এ ব্যপারে নওগাঁ ল্যাব এইডের প্রশাসনিক কর্মকতা সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের পরীক্ষায় প্রক্রিয়াগত কোনও ত্রুটি নাই। তবে ডেঙ্গু পরীক্ষার কিট (ডিভাইস) এর ক্রুটির কারণে এ ধরনের সমস্যা হতে পারে। কারণ বিদেশ থেকে ডিভাইস আমদানির ক্ষেত্রে সরকারের কোনও বিধি-নিষেধ নেই।’

 এ বিষয়ে নওগাঁর সিভিল সার্জন ডা. মুমিনুল হক বলেন, ‘বিষয়টি আমি অবগত আছি। ডেঙ্গুর মতো স্পর্শকাতর  বিষয়ে ভুল রিপোর্ট কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে খোঁজখবর নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
ফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
বহুতল ভবনের সংজ্ঞাফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়