X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

সহপাঠীকে ধর্ষণ মামলায় শিঞ্জনের একদিনের রিমান্ড মঞ্জুর

খুলনা প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৯, ১৩:০১আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ২২:০৩

  ধর্ষণ মামলায় শিঞ্জনের ১ দিনের রিমান্ড মঞ্জুর খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ছাত্রীকে (২০) ধর্ষণ মামলায় কর কমিশনারের ছেলে শিঞ্জন রায়কে জিজ্ঞাসাবাদের জন্য ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার দুপুরে খুলনা মহানগর ম্যাজিস্ট্রেট আদালত ৩-এর বিচারক মো. শাহিদুল ইসলাম শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা মো. তৌহিদুর রহমান এ কথা জানান।

তিনি বলেন, ‘শিঞ্জনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। রবিবার শুনানি শেষে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

গত ১৫ আগস্ট গভীর রাতে অভিযুক্ত শিঞ্জন রায়কে আটক করা হয়। এরপর মামলা দায়েরের পর ১৬ আগস্ট বিকালে তাকে কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩-এর ৯-এর ১) ধারায় ধর্ষণ মামলা দায়ের করে ওই ছাত্রী।

এদিকে ডাক্তারি পরীক্ষা শেষে ওই মেয়েকে শনিবার খুমেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) থেকে ছাড় দেওয়া হয়েছে। ভুক্তভোগী ওই ছাত্রীকে আইনি সহায়তা দেবে বলে জানিয়েছে মানবাধিকার বাস্তবায়ন সংস্থা। সংস্থার জেলা সমন্বয়কারী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম আইনি সহায়তার বিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার মেয়েটিকে শুক্রবার সকাল থেকে গত ২৪ ঘণ্টা ওসিসিতে রাখা হয়েছিল। এ সময় তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। এছাড়া তাকে মানসিক নিরাপত্তাদানের লক্ষ্যে কাউন্সিলিং করা হয়। শনিবার দুপুরে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। স্বজনরা তাকে বাড়িতে নিয়ে গেছে।

খুমেক হাসপাতালের ডা. শফিউজ্জামান বলেন, ধর্ষণের শিকার মেয়েটির (ল্যাব টেস্ট) পরীক্ষা-নিরীক্ষার জন্য স্যাম্পল নেওয়া হয়েছে। এছাড়া ডিএনএ টেস্টের জন্যও স্যাম্পল নেওয়া হয়েছে।

উল্লেখ্য, অভিযুক্ত শিঞ্জন খুলনার কর কমিশনার প্রশান্ত কুমার রায়ের ছেলে ও খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির এলএলবির ছাত্র। একই বিশ্ববিদ্যালয়ের এলএলবি বিভাগে পড়া এক ছাত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মেয়েটি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা। খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার পেছনের ভাড়া বাসায় থেকে সে পড়াশোনা করতো। মেয়েটি এখন ৭ মাসের অন্তঃসত্ত্বা। মেয়েটি তাকে বিয়ের জন্য চাপ দিলে শিঞ্জন তা অগ্রাহ্য করে। এ অবস্থায় পরিবারের সিদ্ধান্তে গত ১৪ আগস্ট শিঞ্জন অন্য জায়গায় বিয়ে করে। এ খবর জানতে পেরে ১৫ আগস্ট রাতে ওই ছাত্রী শিঞ্জনের বাসার সামনে গেলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশ খবর পেয়ে দু’জনকে থানায় নিয়ে যায়। পুলিশ উভয়কে জিজ্ঞাসাবাদ করে শুক্রবার ভোরে মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য খুমেক হাসপাতালের ওসিসিতে পাঠায়। ওই দিনই নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩-এর ৯-এর ১) ধারায় শিঞ্জন রায়কে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করা হয়।

/জেবি/এমএমজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৪৮ বছরে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১ কোটি ৬৩ লাখ
৪৮ বছরে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১ কোটি ৬৩ লাখ
নীতি সুদহার বাড়িয়ে সাড়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
নীতি সুদহার বাড়িয়ে সাড়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
‘ফিন্যান্সিয়াল ওভারসাইট কমিটি’র পরামর্শ সভা উদ্বোধন করলেন স্পিকার
‘ফিন্যান্সিয়াল ওভারসাইট কমিটি’র পরামর্শ সভা উদ্বোধন করলেন স্পিকার
সিনেমা নির্মাণে দিতিকন্যা, নির্বাহী প্রযোজক বাঁধন
সিনেমা নির্মাণে দিতিকন্যা, নির্বাহী প্রযোজক বাঁধন
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ