X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতেই গলাকেটে হত্যা

চাঁদপুর প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৯, ২২:০৮আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ২২:২১

পিবিআই এর সংবাদ সম্মেলন চাঁদপুরের স্কুলশিক্ষিকা জয়ন্তি চক্রবর্তীকে সংঘবদ্ধ ধর্ষণ ও তাকে গলাকেটে হত্যার কথা স্বীকার করেছে এ ঘটনায় গ্রেফতার জামাল হোসেন (২৮) ও আনিছুর রহমান (৩২)। তারা পুলিশকে বলেছে,ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতেই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

রবিবার (১৮ আগস্ট) বিকালে চাঁদপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে পিবিআই এর চট্টগ্রাম বিভাগের বিশেষ পুলিশ সুপার মো. ইকবাল হোসেন এসব তথ্য জানান।

মো. ইকবাল হোসেন জানান, তদন্ত টিমের জিজ্ঞাসাবাদে আসামি জামাল ঘটনায় সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে ধর্ষণ ও হত্যার বিস্তারিত বর্ণনা দিয়েছে। ঘটনার দিন দুপুরে জামাল সহযোগী আনিছুরকে সঙ্গে নিয়ে কোয়ার্টারের ভেতরে পরিত্যক্ত একটি স্কুল ঘরে ইয়াবা সেবন করে। পরে জয়ন্তির বাসার ডিশ লাইনের তার নাড়তে থাকে তারা, যেন টিভি দেখতে অসুবিধা হয়। কে তার নাড়ে তা দেখতে জয়ন্তি ঘরের দরজা খোলার সঙ্গে সঙ্গে বাসায় ঢুকে জয়ন্তির সঙ্গে ধস্তাধস্তি শুরু করে আনিছ। জামালও তার সঙ্গে যোগ দেয়। একপর্যায়ে জয়ন্তির মুখ চেপে ধরে ধর্ষণ করে তারা। ধর্ষণের পর ভিকটিম ঘটনাটি সবার কাছে বলে দেওয়ার কথা বললে, ক্ষিপ্ত হয়ে জয়ন্তিকে পুনরায় ধরে ঘরের র‌্যাকে থাকা একটা ছোরা দিয়ে জামাল ভিকটিমের গলায় ছুরি চালায়। পরে আনিছ বাথরুম থেকে মগে করে পানি এনে রক্তমাখা ছোরাটি লাশের ওপর ধুয়ে ফেলে এবং ধর্ষণের আলামত বিনষ্টে লাশের শরীরে পানি ঢেলে দেয়। পরে ছোরাটি আগের স্থানে রেখে পালিয়ে যায় তারা।

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, আসামি জামাল হোসেনের দেখানো মতে ওই বাসা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরাটি জব্দ করা হয়েছে। জামাল হোসেন আদালতে তার দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। বিষয়টি এখনও তদন্ত চলছে। আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

জামাল হোসেন ও আনিছুর রহমান উল্লেখ্য, চাঁদপুর শহরের ষোলঘরস্থ পানি উন্নয়ন বোর্ডের স্টাফ কোয়ার্টারের চারতলায় সপরিবারে বাস করতেন অবসরপ্রাপ্ত উচ্চতর হিসাব করনিক অলক গোস্বামীর স্ত্রী ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জয়ন্তি চক্রবর্তী। ২১ জুলাই দিনের কোনও এক সময়ে তাকে গলাকেটে হত্যা করা হয়। ২২ জুলাই নিহতের স্বামী অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের পর পিবিআই’র একটি টিম চাঁদপুর জেলা পুলিশের পাশাপাশি তদন্তে নামে। এ সময় অধুনিক প্রযুক্তি ব্যবহার ও বিজ্ঞান ভিত্তিক সাক্ষ্য প্রমাণ সংগ্রহ এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার ডিস ব্যবসার দুই লাইনম্যানকে সন্দেহ করা হয়। তারা হলো শহরের বিটি রোড় এলাকার মৃত জাবেদ উল্লাহর ছেলে ডিসের লাইনম্যান জামাল হোসেন (২৮) ও ষোলঘর পাকা মসজিদ এলাকার আলী হোসেন গাজির ছেলে ডিসের মহাজন আনিছুর রহমান। একপর্যায়ে পিবিআই’র সংগৃহীত তথ্যের ভিত্তিতে চাঁদপুর মডেল থানা পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। পরে চাঞ্চল্যকর একটি হত্যা মামলা হিসেবে তদন্ত কার্যক্রম পিবিআইয়ের হাতে আসে। ৪ আগস্ট মামলার নথি পিবিআই এর তদন্তকারী অফিসারের কাছে হস্তান্তর করা হলে, পিবিআইয়ের একটি টিম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—অতিরিক্ত পুলিশ সুপার শংকর কুমার দাস, ইন্সপেক্টর কবির আহমদ, মীর মাহবুবুর রহমান, মো. বাচ্চু মিয়া, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটোওয়ারী, সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর প্রমুখ।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে পুড়ছে খুলনা বিভাগ
গরমে পুড়ছে খুলনা বিভাগ
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি