X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ইয়াবাসহ আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

গাইবান্ধা প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৯, ০৮:২৪আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ০৮:৩০

সাদুল্লাপুর থানা গাইবান্ধার সাদুল্লাপুরে ইয়াবাসহ আটক  বজলুর রশিদ (৪২) নামে এক ব্যক্তিকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

সংশ্লিষ্ট সূত্র মতে, রবিবার (১৮ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে সাদুল্লাপুর-নলডাঙ্গা সড়কের জালাদুর মোড় এলাকা থেকে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ইয়াবাসহ বজলুর রশিদকে আটক  করে পুলিশ। পরে মোটা অংকের টাকার বিনিময়ে গভীর রাতে তাকে ছেড়ে দেওয়া হয়।

সাদুল্লাপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হেলাল ইয়াবাসহ বজলুর রশিদকে  আটকের কথা স্বীকার করলেও ওসি বলছেন ভিন্ন কথা। তিনি জানান, আটক  বজলুর রশিদ একজন মাদকাসক্ত। কিন্তু তার কাছে কিছুই পাওয়া যায়নি। স্থানীয় জনপ্রতিনিধির তদবিরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

গোপন খবরে অভিযান চালিয়ে বজলুর রশিদকে  আটক  করেন থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হেলাল। আটকের সময় স্থানীয়দের তিনি জানান, বজলুর রশিদের কাছে তিন থেকে চারটি ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। পরে তাকে বহনকারী ব্যাটারিচালিত অটোরিকশা ও চালককে নিয়ে থানায় আসেন তিনি। ইয়াবাসহ আটকের খবর জানতে এএসআই হেলালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি  গণমাধ্যমকর্মীদের জানান, আটক বজলুর রশিদের কাছে এক পিস ইয়াবা পাওয়া গেছে। তবে তাকে ছাড়িয়ে নিতে রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিরা তদবির করেছেন। তাই ওসি সাহেব মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছেন।

 ওসি মো. আরশেদুল হক বলেন, ‘আটক  ব্যক্তির কাছে কোনও মাদকদ্রব্য পাওয়া যায়নি। তবে কথাবার্তায় আটক ব্যক্তিকে একজন মাদকাসক্ত হিসেবে চিহ্নিত করা হয়। হয়তো নেশা করেই বাড়ি ফিরছিলেন তিনি। আটক করার পর তাকে ছাড়িয়ে নিতে সুপারিশ করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’

টাকার বিনিময়ে বজলুর রশিদকে ছেড়ে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে অস্বীকার করেন ওসি আরশেদুল হক ।

উল্লেখ্য, আটক  বজলুর রশিদ (৪২) সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের মধ্য ভাঙ্গামোড় গ্রামের মৃত্যু আছিম উদ্দিন হাজির ছেলে। দীর্ঘদিন ধরে সে সুদ ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

তার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ থাকায় পুলিশ এর আগে কয়েকবার তাকে আটকের চেষ্টা করে। একমাস আগে পুলিশ তার মোটরসাইকেলে এক যুবককে ইয়াবাসহ আটক করে। কিন্তু আটক  যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হলেও অজ্ঞাত কারণে বজলুর রশিদের মোটরসাইকেলটি জব্দ কিংবা মামলায় উল্লেখ করা হয়নি। পরবর্তীতে বজলুর রশিদ থানা থেকে তার মোটরসাইকেলটি নিয়ে যায়।

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা