X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

জিআরপি থানায় ধর্ষণের অভিযোগে মামলার ১০দিনেও গ্রেফতার নেই

খুলনা প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৯, ১০:০১আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ১০:১৫

ধর্ষণ খুলনা জিআরপি থানায় সংঘবদ্ধ ধর্ষণ অভিযোগে মামলা করার ১০ দিন পাও কোনও আসামিকে গ্রেফতার করা হয়নি। তদন্তকারী কর্মকর্তা জানান, তদন্ত কার্যক্রম চলছে। ওসি উছমান গণি ও এসআই নাজমুলকে ক্লোজড করা হয়েছে। কিন্তু এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

ভিকটিমের বোন হোসনে আরা বলেন, ‘আদালতের নির্দেশে মামলা হলেও আসামিদের এখনও গ্রেফতার হচ্ছে না। আসামিরা সবাই পুলিশ। তাদের তো পালিয়ে থাকার কোনও কথা নয়। কিন্তু তাদের কেন গ্রেফতার করা হচ্ছে না। আর পুলিশের ফাঁসানো মামলায় আমার বোন এখনও কারাগারে। তার জামিন পর্যন্ত হচ্ছে না। আর অপরাধ করেও পুলিশ সদস্যরা বাইরের হাওয়া খাচ্ছেন।’

তদন্তকারী কর্মকর্তা কুষ্টিয়া রেলওয়ে সার্কেলের সহকারী পুলিশ সুপার ফিরোজ আহমেদ বলেন, ‘তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে এ মামলায় সন্তোষজনক ফলাফল দেওয়া সম্ভব হবে।’

তিনি বলেন,ওসি উছমান গণি ও এসআই নাজমুলকে ক্লোজড করে পাকশিতে নেওয়া হয়েছে। কিন্তু এ মামলার আসামি ৫ পুলিশের কাউকেই এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি।

ধর্ষণের অভিযোগ করা ওই গৃহবধূকে আইনি সহায়তাদানকারী বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সমন্বয়কারী মোমিনুল ইসলাম বলেন, মামলা নথিভুক্ত হওয়ার পর তদন্ত কার্যক্রমের পাশাপাশি আসামিদের গ্রেফতার করারও বিধান রয়েছে। কিন্তু মামলা নথিভুক্তির পর ১০ দিন পার হয়েছে, এখনও আসামিদের গ্রেফতার না করা দুঃখজনক।

প্রসঙ্গত, ২ আগস্ট যশোর থেকে ট্রেনে খুলনায় আসার পথে ফুলতলা রেলস্টেশনে কর্তব্যরত জিআরপি পুলিশের সদস্যরা ওই গৃহধূকে মোবাইল চুরির অভিযোগে ফুলতলা রেলওয়ে স্টেশন থেকে আটক করে। পরে রাতে তাকে খুলনা জিআরপি থানা হাজতে রাখা হয়। ৩ আগস্ট তার কাছ থেকে ৫ বোতল ফেনসিডিল উদ্ধার দেখিয়ে তার নামে একটি মামলা দিয়ে খুলনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত ফুলতলার মাধ্যমে কারাগারে পাঠায়। ৪ আগস্ট আদালতে জামিন শুনানির জন্য হাজির করা হলে ওই নারী জিআরপি থানায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার বিষয়টি আদালতের সামনে তুলে ধরেন। এরপর আদালতের নির্দেশে ৫ আগস্ট খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। এ ঘটনায় পাকশি রেলওয়ে জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলামের নির্দেশে ধর্ষণের অভিযোগ তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠিত হয়।

এছাড়া ৮ আগস্ট পাকশি ও ঢাকা থেকে গঠিত পৃথক দু’টি তদন্ত টিমের সদস্যরা আদালতের অনুমতি নিয়ে জেল গেটে ভিকটিমের জবানবন্দি গ্রহণ করেন। আদালতের নির্দেশে ৯ আগস্ট ৫ পুলিশের বিরুদ্ধে জিআরপি থানায় মামলা করা হয়।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা