X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শ্রীপুরে বাল্যবিয়ে বন্ধ, বরের জরিমানা

গাজীপুর প্রতিনিধি
২০ আগস্ট ২০১৯, ০৪:২২আপডেট : ২০ আগস্ট ২০১৯, ০৪:২৫

কনের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত গাজীপুরের শ্রীপুরে দশম শ্রেণির এক ছাত্রীর (১৫) বাল্যবিয়ে বন্ধ করেছে প্রশাসন। শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম ডি শামসুল আরেফিন বাল্যবিয়েটি বন্ধ করেন। সোমবার (১৯ আগস্ট) বিকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে আবুল হাসেম মিয়ার বাড়িতে এ বাল্যবিয়ে বন্ধ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এম ডি শামসুল আরেফিন জানান, খবর পেয়ে তিনি ছাত্রীর বাড়িতে যান। তার বাবাকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বোঝান। এতে বিয়ে বন্ধ করতে রাজি হন কনের বাবা। এরপর স্থানীয় জনপ্রতিনিধিদের সামনে ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দেবেন না বলে মুচলেকা নেওয়া হয়। এছাড়া কোনোভাবে যাতে বিয়ে না হয়, সেদিকে খেয়াল রাখার জন্য স্থানীয় ইউপি সদস্যকেও দায়িত্ব দেওয়া হয়েছে। বর নাজমুল ইসলাম সাকিবকে (২৪) তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের জেল দেওয়া হয়। পরে বর পক্ষ তিন হাজার টাকা জরিমানা দিয়ে বরকে নিয়ে যায়।

তেলিহাটি ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য তারেক হাসান বাচ্চু জানান, একই গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে নাজমুল ইসলাম সাকিবের সঙ্গে মেয়েটির বিয়ে ঠিক করেছিল পরিবার। দিনমজুর বাবা কম বয়সে মেয়ের মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে ঠিক করেন। বাল্যবিয়ে আয়োজনের খবর পান উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। এরপর তিনি ওই বিয়ে বন্ধের উদ্যোগ নেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল্লাহ্ জানান, ভুয়া সনদের মাধ্যমে বয়স বাড়িয়ে পরিবার বাল্যবিয়ের আয়োজন করেছিল। পরে স্থানীয় মেম্বারের মাধ্যমে যাচাই করে দেখা গেছে, প্রকৃতপক্ষে তার বিয়ের বয়স হয়নি।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়