X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

শাবি ছাত্রলীগের মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের তালিকা চাইলেন উপাচার্য

শাবি প্রতিনিধি
২২ আগস্ট ২০১৯, ১৫:৫৯আপডেট : ২২ আগস্ট ২০১৯, ১৬:০৪




 শোক দিবসের আলোচনা সভায় শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে থাকা মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের তালিক দিতে এক সপ্তাহের সময় দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় উপাচার্য এ আলটিমেটাম দেন।

শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে উপাচার্য বলেন, ‘আগামী এক সপ্তাহের মধ্যে আবাসিক হলগুলোতে যারা মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী আছে তাদের তালিকা দিতে হবে। আমরা চাই, এক সপ্তাহ পর আমাদের ক্যাম্পাস মাদকমুক্ত হবে। আর ছাত্রলীগকে ঘোষণা দিতে হবে যে, ছাত্রলীগের কোনও ছেলে মাদকাসক্ত থাকবে না।’

উপাচার্য আরও বলেন, ‘মাদক সেবনের ফলে আমাদের শিক্ষার্থীরা ক্ষতিগ্রন্ত হচ্ছে। আমাদের সবার প্রচেষ্টায় মাদকাসক্তদের সুস্থ ধারায় ফিরিয়ে আনতে হবে। সবার প্রচেষ্টায় আমরা মাদকমুক্ত শাবি ক্যাম্পাস গড়তে চাই।’

এ সময় উপাচার্য ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ তার পরিবারের অন্যান্য সদস্যদের রুহের মাগফেরাত কামনা করেন। এছাড়া ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা ও আহতের প্রতি সমবেদনা জানান।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন।

রেজিস্ট্রার মোহাম্মদ ইশফাকুল হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জহীর বিন আলম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফয়সল আহম্মদ, এগ্রিকালচারাল অ্যান্ড মিনারেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, সিনিয়র অধ্যাপক মো. কবির হোসেন, অধ্যাপক শামসুল আলম, শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক ইমরান খান প্রমুখ।

 এরআগে, উপাচার্যের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে একটি শোক র‌্যালি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, শাবি ছাত্রলীগের কর্মকাণ্ডে এর আগেও একাধিকবার বিরক্তি প্রকাশ করেছেন শাবি উপাচার্য। ঈদুল আযহার আগে ছাত্রলীগের তিন নেতা বিমানবন্দর থানা পুলিশের হাতে মাদকসহ হাতে নাতে গ্রেফতারও হন। অন্যদিকে শাখার কয়েকজন নেতা ইয়াবা সেবনসহ বিভিন্ন কারণে নানাভাবে আলোচিত-সমালোচিতও হয়েছেন। তাদের প্রশ্রয়ের কারণেই ক্যাম্পাসে মাদকের বিস্তার ঘটেছে বলেও অভিযোগ রয়েছে।

/টিটি/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বেড়েছে
দারুল ইহসানের বৈধ সনদধারীদের এমপিওতে বাধা নেই
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
সর্বশেষ খবর
আইসিটি খাতে নারীদের দক্ষতা বৃদ্ধি অপরিহার্য: শিক্ষা প্রতিমন্ত্রী
আইসিটি খাতে নারীদের দক্ষতা বৃদ্ধি অপরিহার্য: শিক্ষা প্রতিমন্ত্রী
হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলি পাল্টা হামলা
হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলি পাল্টা হামলা
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়