X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের মুখে খাবার তুলে দেওয়া ফারুক রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে খুন!

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৩ আগস্ট ২০১৯, ২১:০৩আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ২২:৪৭

রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করা ওমর ফারুক রোহিঙ্গাদের আশ্রয় ও খাবার জোগাড় করে দিয়েছেন যিনি, তাকেই প্রাণ হারাতে হলো তাদের হাতে! সামাজিক যোগাযোগমাধ্যমে ত্রাণ বিতরণের ছবি পোস্ট করে সেই কথাই জানান দেওয়া হচ্ছে। কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গাদের হাতে যুবলীগ নেতা ওমর ফারুক খুনের পর স্থানীয় বাসিন্দারা এসব বলছেন। তারা বলছেন, এটাই কি মানবতার প্রতিদান! এ কেমন মৃত্যু!

মিয়ানমারের রাখাইনের মৃত্যুকূপ থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা যখন দিশেহারা, তখন টেকনাফে অনেকের মতো যুবলীগ নেতা ওমর ফারুকও (৩২) তাদের আশ্রয় দিয়েছিলেন। রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করেছিলেন। তার বাবা নিজস্ব ১৪ একর জমিতে প্রায় ৫ হাজারের মতো রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছিলেন। আর সেই ওমর ফারুক বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে টেকনাফের জাদিমুরা রোহিঙ্গা শিবিরের ডি-ব্লকে খুন হলেন রোহিঙ্গাদের হাতে।

ওমর ফারুকের খুনের প্রসঙ্গে পৌর ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ শহীন বলেন, ‘গত বছরে রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ করার ছবি ওমর ফারুকের এখনও রয়েছে। আজ তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে রোহিঙ্গাদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় লোকজন। যুবলীগ নেতা ওমর ফারুক, যিনি মানবতার টানে রোহিঙ্গা জনস্রোতের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন, আজ সেই রোহিঙ্গারাই তাকে হত্যা করেছে। তারা ফারুককে নয়, মানবতাকে হত্যা করেছে। রোহিঙ্গাদের জায়গা দিয়ে স্থানীয়রা ভুল করেছে। এখন স্থানীয়রা রোহিঙ্গাদের মাঝে নিরুপায় হয়ে পড়েছে।’

ফারুকের বাবা আবদুল মোনাফ কোম্পানি বলেন, ‘আমার ছেলে রোহিঙ্গাদের সবসময় উপকার করে আসছিল। তারাই আজ তাকে হত্যা করেছে। হয়তো রাজনৈতিকভাবে কিছু স্থানীয় লোক রোহিঙ্গাদের ব্যবহার করে আমার ছেলেকে হত্যা করেছে। মানবিক চিন্তা করে নিজস্ব ১৪ একর জমিতে প্রায় ৫ হাজারের মতো রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি, এরপরও রোহিঙ্গারা আমার ছেলেকে হত্যা করলো, আমি এই হত্যার বিচার চাই।’

অভিযোগ উঠেছে, রোহিঙ্গা সন্ত্রাসী মোহাম্মদ সেলিম ও নুর মোহাম্মদের নেতৃত্বে ১৫-২০ জন অস্ত্রধারী রোহিঙ্গা তাকে গুলি চালিয়ে হত্যা করে। ওমর ফারুক কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। তার বাবা টেকনাফের জাদিমুরার আবদুল মোনাফ কোম্পানি।

রোহিঙ্গা শরণার্থী নুর আলম বলেন, ‘ওমর ফারুক খুবই ভালো মানুষ ছিলেন। তিনি রোহিঙ্গাদের উপকার করতেন। রাতে তার ঘরের ভেতর থেকে গুলির শব্দ শুনেছি। এ ঘটনার পর শুক্রবার সকালে বিক্ষোভ-অবরোধ ও ভাঙচুরের সময় রোহিঙ্গারা ঘর ছেড়ে পালিয়ে গিয়েছিল।’

ওমর ফারুক যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম বলেন, ‘এ ঘটনার সঙ্গে স্থানীয় রাজনীতি জড়িত রয়েছে, সেটির আভাস পাওয়া যাচ্ছে। রোহিঙ্গা সন্ত্রাসী মোহাম্মদ সেলিম ও নুর মোহাম্মদের নেতৃত্বে এ ঘটনা ঘটিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এ ঘটনায় হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে। বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।’
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস বলেন, ‘যুবলীগ নেতা খুনের ঘটনায় স্থানীয় লোকজন সেখানে অবরোধ করেছে। পরে পুলিশ সেটি তুলে নিয়েছে। সেখানে যেন কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেক্ষেত্রে পুলিশ তৎপর রয়েছে। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।’
হত্যাকাণ্ডের প্রতিবাদে শুক্রবার (২৩ আগস্ট) সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কক্সবাজারের টেকনাফের জাদিমুরা প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেছিলো স্থানীয় লোকজন। কয়েক দফা রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে গিয়ে বিভিন্ন এনজিও’র সাইনবোর্ড, ক্যাম্পের ঘরবাড়ি ও একটি রোহিঙ্গা দোকানে ভাঙচুর চালায় তারা। ২৭ নম্বর ক্যাম্পে সেইভ দ্য চিলড্রেনের একটি কার্যালয়েও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ এলাকাবাসী। বেলা ১টার দিকে একদল শিশু-কিশোরসহ উঠতি বয়সীদের রোহিঙ্গা ক্যাম্পের দিকে লাঠিসোঁটাসহ বিক্ষোভ মিছিল নিয়ে যেতে দেখা যায়। এ সময় ক্যাম্পে ভাঙচুর না করলেও বেসরকারি প্রতিষ্ঠানের সাইনবোর্ড ও স্থাপনায় আঘাত করতে দেখা গেছে তাদের।

/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনের অন্তত ৭টি প্যাট্রিয়ট সিস্টেম প্রয়োজন: ন্যাটোকে জেলেনস্কি
ইউক্রেনের অন্তত ৭টি প্যাট্রিয়ট সিস্টেম প্রয়োজন: ন্যাটোকে জেলেনস্কি
শিশু হাসপাতালে তিন দিনের ব্যবধানে দুবার আগুন!
শিশু হাসপাতালে তিন দিনের ব্যবধানে দুবার আগুন!
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
ব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
এনার্জি মাস্টার প্ল্যান সংশোধনের দাবিব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান