X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

গ্রেনেড হামলার হুকুমদাতা বিদেশ থেকে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি
২৫ আগস্ট ২০১৯, ০৯:৩১আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ১১:২৯





ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন করেন জাহিদ মালেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা ও ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার লক্ষ্যে গ্রেনেড হামলা একই সূত্রে গাঁথা। যারা দেশের স্বাধীনতা চায়নি, তারাই এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। ২১ আগস্ট গ্রেনেড হামলার হুকুমদাতা বিদেশে পালিয়ে থেকে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে।’


শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার দিয়ারা ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত জোটের আমলে দেশে দুর্নীতি, সন্ত্রাসী আর বোমা হামলা হয়েছে। উন্নয়ন হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই।’
জাহিদ মালেক বলেন, ‘২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে দিয়েছিল। ওই ক্লিনিকে স্বাস্থ্যসেবা বন্ধ করে দিয়ে গরু-ছাগল রাখা হতো। আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেগুলো আবার চালু করেছে। গ্রামীণ জনগণের দোরগোড়ায় বর্তমান সরকার স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে।’
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘শিক্ষা ছাড়া জাতি এগোতে পারে না, উন্নয়ন হয় না, ভালো মানুষ হওয়া যায় না। শিক্ষা শুরু হয় প্রাথমিক বিদ্যালয় থেকে। কাজেই আমাদের ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে হবে। তারা যেন লেখাপড়া করে, মাদকের দিকে না ঝোঁকে—এটা অভিভাবকদের খেয়াল রাখতে হবে।’

জাগীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন—জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিয়াকত আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা পরিষদের সদস্য শামীম হোসেন প্রমুখ।

/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেয়ালের দেশ: মন খারাপ করা ভালোবাসার এক সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা ভালোবাসার এক সিনেমা
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
ঢাকা শিশু হাসপাতালে আগুন
ঢাকা শিশু হাসপাতালে আগুন
রাজশাহীতে বইছে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগী
রাজশাহীতে বইছে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগী
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ