X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ব্যবসায়ী হত্যার ঘটনায় ২ জনের যাবজ্জীবন

নোয়াখালী প্রতিনিধি
২৫ আগস্ট ২০১৯, ১৮:৫৫আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ১৮:৫৫

 

নোয়াখালী নোয়াখালী সদর উপজেলার তেল ব্যবসায়ী আরিফ হোসেনকে হত্যার দায়ে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং উভয়কে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ভিকটিমের সঙ্গে থাকা মোটরসাইকেল আত্মসাতের অভিযোগে ৪১১ ধারায় দোষী সাব্যস্ত করে উভয় আসামিকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রবিবার (২৫ আগস্ট) দুপুরে নোয়াখালীর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ফারুক এ রায় দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, একই উপজেলার এওজালিয়া ইউনিয়নের চর দরবেশ গ্রামের আরিফুর রহমান পিয়াস ও মোরশেদ আলী সুমন। তারা দুজনই পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, আরিফ ভাইদের সঙ্গে তেলের ব্যবসা করতেন। ২০১৪ সালের ১৭ এপ্রিল তেল বিক্রির বাকি টাকা তোলার জন্য বাড়ি থেকে মোটরসাইকেলযোগে বের হয়ে নিখোঁজ হন। এ ঘটনায় নিহতের ভাই আমির হোসেন সুধারাম থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরের দিন (১৮ এপ্রিল) চর দরবেশ গ্রামে আসামি আশিকুর রহমান পিয়াসের বসতঘরের পাশের কচুক্ষেত থেকে মাটি খুঁড়ে আরিফের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ওই দিনই আমির হোসেন বাদী হয়ে পিয়াস ও মোরশেদ আলীসহ তিন জনকে আসামি করে সুধারাম থানায় হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ তদন্তের পর সুধারাম মডেল থানার পুলিশ আরিফুর রহমান পিয়াস ও মোরশেদ আলী ও সবুজকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণের পর আদালত সবুজকে বেকসুর খালাস এবং অপর দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট বোরহান আহমেদ মোহন ও এ এম হাসান মাহমুদ। অপরদিকে, আসামিপক্ষে মামলা পরিচালনা করেন, অ্যাডভোকেট হারুনুর রশিদ হাওলাদার ও অ্যাডভোকেট স্বপন চন্দ্র পাল।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া