X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

দেশের মানুষ জঙ্গি-সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
২৬ আগস্ট ২০১৯, ০১:০০আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ০১:১৯

বক্তব্য রাখছেন আসাদুজ্জামান খান কামাল (ছবি– প্রতিনিধি)

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বাংলাদেশের মানুষ কখনও জঙ্গিবাদ-সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় না। এদেশের মানুষ জঙ্গিবাদের উত্থানের কথা আজও ভুলে যায়নি। জঙ্গিরা বিভিন্ন ধর্মের গুরুদের যেভাবে হত্যা  করেছিল, সেই বিভীষিকাময় দৃশ্য আমরা দেখেছি। জঙ্গিরা একসঙ্গে নানা জেলায় বোমা ফাটিয়ে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্র করেছিল। পরে পর্যালোচনা করে দেখা গেলো, এ সবই একই সুতোয় গাঁথা। যারা ১৯৭১ সালে জাতির সঙ্গে বিশ্বাস ঘাতকতা করেছিল, সেই ঘাতকরাই এই জঙ্গিবাদের সঙ্গে জড়িত ছিল।’

রবিবার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নবাবগঞ্জ থানার একটি নবনির্মিত আধুনিক থানা ভবন উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘দেশের মানুষকে জঙ্গিবাদের হাত থেকে মুক্ত করার জন্য যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাক দিয়েছিলেন, তখন দেশের সব মানুষ জঙ্গি দমনে এগিয়ে এসেছিলেন। আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে যেসব জঙ্গি নিহত হয়েছিল, তাদের পরিবারের কেউই নিহত জঙ্গিদের লাশ নিতে চায়নি।’

তিনি আরও বলেন, ‘আমি কিছুদিন আগে ভারতে গিয়েছিলাম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমার কাছে বাংলাদেশের প্রশংসা করেন। সেদিন তিনি বলেছিলেন, আপনারা হিন্দু, মুসলিম, খ্রিস্টান ও বৌদ্ধদের নিয়ে যেভাবে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলেছেন; যা মডেল হিসেবে সারাবিশ্বে পরিচিতি লাভ করেছে।’

ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন– ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান, বাংলাদেশ পুলিশের আইজিপি জাবেদ পাটোয়ারী, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুবুর রহমান প্রমুখ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা