X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ইউএনও’র ফোন নম্বর ক্লোন করে চাঁদা দাবি

নীলফামারী প্রতিনিধি
২৬ আগস্ট ২০১৯, ০৯:২৬আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ০৯:৪০

ফোন নম্বর ক্লোন করে চাঁদা দাবি নীলফামারী কিশোরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) আবুল কালাম আজাদের সরকারি মোবাইল নম্বরটি ক্লোন করার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২৫ আগস্ট) ক্লোন করা নম্বর থেকে ফোন করে ইউএনও’র পরিচয় দিয়ে বিভিন্ন স্কুল কলেজের প্রধানদের কাছে চাঁদা দাবি করা হয়।

কিশোরীগঞ্জ থানার ওসি হারুন অর রশিদ এ তথ্য জানিয়েছেন।

ইউএনও আবুল কালাম আজাদ বলেন, ‘উপজেলার রাধারানী ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরে আলম সিদ্দিকি এবং বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের অধ্যক্ষ মোতাহার হোসেন ফোন করে জানিয়েছেন আমার সরকারি নম্বর থেকে ফোন করে তাদের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা চাওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘আমি বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হয়ে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরকে অবগত করে থানার জিডি করি। পাশাপাশি বিষয়টি এলাকায় প্রচার সবাইকে সাবধান থাকতে বলেছি।’ 

রাধারানী ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরে আলম সিদ্দিকী  বলেন, ‘ইউএনও’র নম্বর থেকে রবিবার সকাল ৯টার সময় আমাকে ফোন করে বলা হয়, আপনার কলেজে ল্যাপটপ দেওয়া হবে। সেজন্য আপনি খুব তাড়াতাড়ি  ৮ হাজার টাকা বিকাশ করেন। মোবাইলে কথা বলার সময় আমার সন্দেহ হলে আমি ইউএনও-কে বিষয়টি জানালে তিনি হতভম্ব হয়ে পড়েন।’

অধ্যক্ষ মোতাহার হোসেন বলেন, ‘রবিবার আমি বাসা থেকে কলেজে আসার সময় সকাল ১০টার দিকে ইউএনও’র নম্বর থেকে আমাকে ফোন করে ১০ হাজার টাকা বিকাশ করে পাঠাতে বলা হয়। আমাকে একটি বিকাশ নম্বর (০১৮৮৩১১৪৫৬৬) দিয়ে বলা হয় ওই নম্বরে টাকা দেন ।

কিশোরীগঞ্জ থানার ওসি হারুন অর রশিদ বলেন, ‘ইউএনও’র নম্বরটি ক্লোন করে চাঁদা দাবির বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি। নম্বরটি বন্ধ করা হয়েছে।’

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়