X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘দেশের সব খাল ও ছোট নদী পুনঃখনন করা হবে’

গোপালগঞ্জ প্রতিনিধি
২৯ আগস্ট ২০১৯, ১৬:২৭আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ১৯:০৫





সাংবাদিকদের ব্রিফ করছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক পর্যায়ক্রমে দেশের সব খাল ও ছোট নদী পুনঃখনন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। তিনি বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীকে একটি ডেল্টা প্ল্যান দিয়েছি। এ প্রকল্পের আওতায় প্রথম ধাপে ৪৪৮টি খাল ও ছোট নদী পুনঃখনের কাজ চলছে। আগামী বছর দ্বিতীয় ধাপে আরও চার-পাঁচশ খাল ও ছোট নদী পুনঃখনন করা হবে। ২০২১ সালের মধ্যে সব কাজ শেষ হবে। বড় নদীগুলো ড্রেজিংয়ের জন্যও প্রকল্প হাতে নেওয়া হয়েছে।’

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার মানিকহারের ভাঙন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের সব খাল, ছোট-বড় নদীর খনন কাজ শেষ হলে উজান থেকে নেমে আসা পানিতে আমাদের দেশের মানুষের ক্ষতি করতে পারবে না।’

জাহিদ ফারুক বলেন, ‘আমাদের দেশ নদীমাতৃক। সব জায়গায় কম বেশি নদীভাঙন থাকে। ভাঙন রোধে নদীশাসন করা হচ্ছে। এ জন্য খনন কাজও সারা বছর অব্যাহত রাখতে হবে, যা ব্যয়বহুল। তাই আমরা অগ্রাধিকার ভিত্তিতে হাট-বাজার ও লোকালয় এলাকার ভাঙন রোধে কাজ করছি।’
রোহিঙ্গা সমস্যা নিয়ে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের বিষয়ে সরকার সবসময় সচেতন রয়েছে। এর একটি শান্তিপূর্ণ সমাধান অচিরেই হবে।’
এ সময় পানি উন্নয়ন বোর্ডের ডিজি মাহফুজুর রহমান, পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মন্টু কুমার বিশ্বাস, প্রধান প্রকৌশলী একেএম ওয়াহেদ উদ্দীন, পানি উন্নয়ন বোর্ডের ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল হেকিম, গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ বৈদ্য, মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান মো. কাবির মিয়া, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিকুর রহমান খান, উরফি ইউপি চেয়ারম্যান ইকবাল গাজীসহ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে প্রতিমন্ত্রী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পসারগাতি ও গোবিন্দপুরের বাওর এলাকা, কাশিয়ানী উপজেলার ফলসি, সরদার বাড়ি ভরাট খাল, গোপালগঞ্জ সদরের মধুমতি নদীর জয়বাংলা এলাকার ভাঙনকবলিত স্থান, এমবিআর চ্যানেলের মানিকহার ও হরিদাসপুরের ভাঙন ও এমবিআর প্রকল্পের বোটপাস কাম ভরাটখাল পরিদর্শনসহ আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নেন।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা