সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংসদ সদস্য পঙ্কজ দেবনাথকে নিয়ে অপপ্রচারের ঘটনায় নীলফামারীর সৈয়দপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার (৩১ আগস্ট) দুপুরে শহরের বাঙালিপুর নিজপাড়ার বাসিন্দা মহসিন মণ্ডল মিঠু সাইবার ক্রাইম আইনে বিচার চেয়ে ওই অভিযোগ দায়ের করেন। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা এ তথ্য জানান।
অভিযোগে বলা হয়, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ একজন সম্মানিত ব্যক্তি। গত ২৬ আগস্ট বেশকিছু ফেসবুক আইডি থেকে এই নেতার আপত্তিকর ছবি প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ ভুয়া ও মানহানিকর। ওই ফেসবুক আইডি ও প্রোফাইল পিকচার থানায় জমা দেওয়া হয়েছে।
অভিযোগকারী স্বেচ্ছাসেবক লীগের সৈয়দপুর পৌর শাখার সভাপতি মহসিন মিঠু বলেন, ‘পঙ্কজ দেবনাথের মতো একজন নীতিবান ও ভদ্র ইমেজের নেতাকে অসম্মানিত করতে অপপ্রচার চলছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ চাই।’
ওসি শাহজাহান পাশা বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’