X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় সাঁওতালপল্লিতে হামলার ঘটনায় নারাজি পিটিশন দাখিল

গাইবান্ধা প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৯:২৩আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪০

গাইবান্ধা জেলা গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালপল্লিতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হত্যার ঘটনার মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দাখিল করা অভিযোগপত্রের (চার্জশিট) বিরুদ্ধে নারাজি পিটিশন দাখিল করা হয়েছে। পিটিশনটি আমলে নিয়ে আগামী ৪ নভেম্বর শুনানির দিন ধার্য করেন বিচারক। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পার্থ ভদ্র শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে, আদালতে মামলার বাদী থমাস হেমব্রনের পক্ষে নারাজি পিটিশন দাখিল করেন সুপ্রিম কোর্টের ব্যারিস্টার জেডআই খান পান্না। এ সময় বাদীর পিটিশনের পক্ষে আদালতে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবুসহ স্থানীয় কয়েকজন আইনজীবী উপস্থিত ছিলেন।

বাদীপক্ষের আইনজীবী জেডআই খান পান্না বলেন, ‘নারাজি পিটিশনে পিবিআইয়ের দাখিল করা তদন্ত প্রতিবেদন মনগড়া, পক্ষপাতমূলক ও কথিত। সর্বোপরি এতে ঘটনাকে আড়াল করা হয়েছে। যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ, তথ্য-উপাত্ত ও সুনির্দিষ্ট অভিযোগ থাকার পরেও এজাহারনামীয় মূল আসামিসহ এ ঘটনায় জড়িত কয়েকজন পুলিশ কর্মকর্তা, মিলের কর্মকর্তা ও শ্রমিক নেতাদের নাম চার্জশিটে বাদ রেখে তাদের রক্ষার চেষ্টা করা হয়েছে। এছাড়া চার্জশিটে বাদীপক্ষের লোকজনের নাম এবং জড়িত নয় এমন কয়েকজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পিবিআইয়ের মনগড়া কল্পকাহিনী বর্ণনার মাধ্যমে আদালতে মিথ্যা প্রতিবেদন দাখিলের কারণে বাদীসহ ভুক্তভোগীরা অপূরণীয় ক্ষতিগ্রস্ত ও ক্ষুব্ধ হয়েছেন। তাই পুনঃতদন্ত সাপেক্ষে জড়িত আসামিদের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে বাদীর পক্ষে আদালতে পিটিশন দাখিল করা হয়। পিটিশনে আসামিদের বিরুদ্ধে তথ্য-প্রমাণ ও যুক্তি উপস্থাপন উল্লেখ করে বিচার বিভাগীয় পুনঃতদন্তও চাওয়া হয়েছে। পিটিশন আমলে নিয়ে আগামী ৪ নভেম্বর শুনানির দিন ধার্য করেন বিচারক।

এদিকে, আদালতে নারাজি পিটিশন দাখিলের পর শহীদমিনার চত্বরে সমাবেশ করে সাঁওতালরা। সেখানে ঢাকা থেকে আসা আইনজীবী ও সাঁওতাল নেতারা অংশ নেন। সমাবেশে বক্তারা পুনঃতদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার ও বাপ-দাদার সম্পত্তি ফেরতের দাবি জানান। একই সঙ্গে সাঁওতালদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয়। দ্রুত এসব দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

উল্লেখ্য, গত ২৮ জুলাই গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলার চার্জশিট দাখিল করেন পিবিআই গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল হাই সরকার। চার্জশিটে মিলের কর্মকর্তা নাজমুল হুদা, ইউপি চেয়ারম্যান শাকিল আহম্মেদ বুলবুল, ইউপি সদস্য শাহ আলম ও মিলের শ্রমিকনেতাসহ ৯০ জনকে অভিযুক্ত করা হয়। এ চার্জশিট প্রত্যাখ্যান করে প্রতিবাদ ও পুনঃতদন্তের দাবিতে সভা-সমাবেশ ও সড়ক অবরোধসহ আন্দোলনে নামে সাঁওতালরা।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা, টানা ৪ দিন সর্বোচ্চ তাপমাত্রা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা, টানা ৪ দিন সর্বোচ্চ তাপমাত্রা
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
১০ জন নিয়েও কৃত্রিম আলোয় ইয়ংমেন্সের উৎসব
১০ জন নিয়েও কৃত্রিম আলোয় ইয়ংমেন্সের উৎসব
পোড়া রোগীদের যন্ত্রণা বাড়াচ্ছে তাপপ্রবাহ
পোড়া রোগীদের যন্ত্রণা বাড়াচ্ছে তাপপ্রবাহ
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট