X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে ৮ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০১৯, ২৩:২৭আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৩২

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জে সানজিদা আক্তার (৮) নামে এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার পরিবারের সদস্যরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন শিশুটির বাবা। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাব দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুরে আলম সিদ্দিকী এ তথ্য জানান।

সানজিদা হাটাব দক্ষিণপাড়া এলাকার কাপড় ব্যবসায়ী বিল্লাল হোসেনের মেয়ে। সে স্থানীয় উদয়ন কিন্ডার গার্টেনে তৃতীয় শ্রেণিতে পড়তো।

এ ঘটনায় পুলিশ আয়নাল হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে।

নিহতের পরিবারের বরাত দিয়ে এসআই  জানান, মঙ্গলবার দুপুরে সানজিদা বাবার কাছে জামা কিনে দেওয়ার জন্য বায়না ধরে। তাকে বাসায় রেখে জামা কিনতে বিল্লাল ও তার স্ত্রী বিলকিস ভুলতা গাউছিয়া মার্কেটে যান। সেখানে গিয়ে মোবাইল ফোনে তাদের সঙ্গে সানজিদার একবার কথা হয়। এরপর বিকালে তার বাবা ফোন করে আর তাকে পাননি। পরে সন্ধ্যার দিকে বাড়ি এসে দেখেন ভেতর থেকে ঘরের দরজা বন্ধ ও পেছনের দরজা খোলা। এ সময় জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন সানজিদার লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলছে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছে।

বিল্লাল হোসেন বলেন, ‘আমার সঙ্গে আমার ভাই নুরুল হক, আয়নাল ও ভাবি সালেহা বেগমের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। তারা আমার স্ত্রী ও আমাকে বিভিন্ন সময় মারধর করেছে। তারাই আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।’

এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহামুদুল হাসান বলেন, ‘ঘটনাটি খুবই মর্মান্তিক। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
২০৪১ পর্যন্ত কর অব্যাহতি আদায় করতে চাই: মোস্তাফা রফিকুল ইসলাম
বেসিস নির্বাচন২০৪১ পর্যন্ত কর অব্যাহতি আদায় করতে চাই: মোস্তাফা রফিকুল ইসলাম
মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি
মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি
কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনে ট্রেনের বগি লাইনচ্যুত
কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনে ট্রেনের বগি লাইনচ্যুত
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা