X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

পাকা বাড়ি পেয়ে খুশি তারা

ঝিনাইদহ প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩১আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪৬

গুচ্ছগ্রামের পাকা বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার পাগলা কানাই ইউনিয়নের গুচ্ছগ্রামের বাসিন্দা বিধনা সাথী সরকার। অভাবের সংসার। কয়েক বছর আগে স্বামী মারা যাওয়ার পর দুই  সন্তান নিয়ে সরকারি খাস জমিতে খুপড়ি ঘর করে বসবাস করেছিলেন। স্বপ্ন ছিল একদিন পাকাবাড়ি নির্মাণ করার। স্বামী মারা যাওয়ার পর পাকা ঘর তো দূরের কথা একটি টিনের ঘরও নির্মাণ করতে পারেননি। তবে তার স্বপ্ন সত্যি হয়েছে। সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে তাকে একটি রঙিন পাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।

সরকারে গুচ্ছগ্রাম প্রকল্পের আওতায় টিনের বাড়ি দেওয়ার কথা থাকলেও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার ঐকান্তিক প্রচেষ্টায় নির্মাণ করা হয়েছে পাকাবাড়ি। সাথী সরকারের মতো পাকা বাড়ি পেয়েছেন ঝিনাইদহ সদর উপজেলার পাগলা কানাই, মধুহাটি, কুমড়াবাড়িয়া ও দোগাছী ইউনিয়নের ৬টি গুচ্ছগ্রামের ৫৫টি গৃহহীন পরিবার। আবেগ আল্পুত হয়ে সাথী বলেন, ‘আমি পাকা বাড়িতে থাকতে পারবো এমনটা কোনোদিন ভাবতেও পারিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছি। সেইসঙ্গে ধন্যবাদ পাওয়ার যোগ্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম।’

দেড় লাখ টাকায় পাকা ঘর, বারান্দা ও একটি পাকা টয়লেট তৈরি করা হয়েছে। গৃহহীন পরিবারগুলো পাকা ঘর পেয়ে দারুন খুশি।

প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা শুভাগত বিশ্বাস জানান, মধুহাটি ইউনিয়নের চান্দুয়ালী, কুমড়াবাড়ীয় ইউনিয়নের লেবুতলা, কুমড়াবাড়ীয়া ও দোগাছী ইউনিয়নের কলমনখালী গ্রামে ৬টি গুচ্ছগ্রাম তৈরি করা হয়েছে। যেখানে ৫৫টি ভূমিহীন পরিবারকে বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।

গুচ্ছ গ্রামের বাসিন্দা সুনীল সরকার জানান, তার কোনও জমি ছিল না। অন্যের জমিতে কাজ করে সংসার চালাতেন। স্বপ্নেও ভাবতে পরিনি তিনি পাকা দালান ঘরে ঘুমাবেন। তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম বলেন, চারটি ইউনিয়নের ৬টি গুচ্ছগ্রামে ৫৫টি পরিবারকে পাকা ঘর তৈরি করে দেওয়া হয়েছে। প্রত্যেকটি ঘরের মেজে পাকা, ওপরে টিন এবং একটি পাকা টয়লেট তৈরি করে দেওয়া হয়েছে। এছাড়াও ঘরে রঙ করে দেওয়া হয়েছে। একটি ঘর ও টয়লেট তৈরি করতে দেড় লাখ টাকা করে ব্যয় করা হয়েছে। ঘর গুলে পেয়ে সত্যিই গৃহহীন পরিবারগুলো দারুন খুশি।

বৃহস্পতিবার সকালে পাগলা কানাই ইউনিয়নের গিলাবাড়ীয়া একতা গুচ্ছগ্রামের বাসিন্দাদের কাছে ঘরগুলো হস্তান্তর করা হয়।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!