X
রবিবার, ১৯ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

স্কুলছাত্রীকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

জয়পুরহাট প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫৯আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪০



মানববন্ধন জয়পুরহাটের আক্কেলপুরের জামালগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ময়না আক্তার নামে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে জামালগঞ্জ বাজারের জেডিসি মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে বুধবার (৪ সেপ্টেম্বর) বিকালে ওই ছাত্রীকে ছাড়পত্র দিয়ে স্কুল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

মানববন্ধনে বক্তব্য রাখেন—আক্কেলপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছিয়া খানম শম্পা, রুকিন্দিপুর ইউনিয়ন পরিষদ সদস্য আনোয়ার হোসেন বাবু, জাহানারা বেগম, নেগার সুলতানা প্রমুখ।

অভিভাবক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ময়না আক্তার বুধবার দুপুরে টিফিনের সময় স্কুলের বাইরে যায়। টিফিন শেষে ১০ মিনিট পর ক্লাসে ফেরে। এ সময় প্রধান শিক্ষক রানা কুমার সরকার দেরিতে ফেরার অভিযোগে ওই শিক্ষার্থীকে ছাড়পত্র দিয়ে স্কুল থেকে বের করে দেওয়ার কথা জানায়। পরে ওই শিক্ষার্থীর মা সুলতানা পারভীনকেও মোবাইল ফোনে ছাত্রপত্র দেওয়ার সিদ্ধান্তের বিষয়টি জানান প্রধান শিক্ষক।

এ বিষয়ে প্রধান শিক্ষক রানা কুমার সরকার বলেন, ‘ওই শিক্ষার্থী বুধবার দুপুর ১টার দিকে কাউকে না জানিয়ে স্কুল থেকে চলে যায়। ৩টা ২০মিনিটে স্থানীয় রকি নামে এক ছেলে তাকে স্কুলে দিয়ে যায়। এ ঘটনায় স্কুলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কমিটির সম্মতিক্রমে তাকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর জের ধরে সন্ধ্যায় স্কুলের অফিস সহকারী শাহআলমকে জামালগঞ্জ বাজারে শিক্ষার্থীর পক্ষের লোকজন মারপিট করে।’

স্কুলের পরিচালনা কমিটির সভাপতি গোলাম মাহফুজ চৌধুরী ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্তের কথা স্বীকার করেছেন।

রুকিন্দিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহসান কবির বিপ্লব স্কুল কর্তৃপক্ষের ওই অভিযোগ সঠিক নয় দাবি করে বলেন, ‘স্কুল পরিচালনা কমিটির নির্বাচনে ওই শিক্ষার্থীর বাবা মুকুল হোসেন সভাপতির বিরোধিতা করেছিলেন। এর প্রতিশোধ নিতেই ওই শিক্ষার্থীকে স্কুল থেকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ছাড়পত্র দেওয়া হলে, স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলনে নামবেন এলাকাবাসী।’

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শহীদ আনোয়ারা উদ্যান ৩০ দিনের মধ্যে ফেরতের দাবি
শহীদ আনোয়ারা উদ্যান ৩০ দিনের মধ্যে ফেরতের দাবি
পুলিশের পরিশ্রম ও আত্মত্যাগে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল হয়েছে: আইজিপি
পুলিশের পরিশ্রম ও আত্মত্যাগে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল হয়েছে: আইজিপি
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
কানে ঝুলছে বাংলাদেশের দুল!
কান উৎসব ২০২৪কানে ঝুলছে বাংলাদেশের দুল!
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?