X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

নারায়ণগঞ্জে আ. লীগকে নিয়ে ষড়যন্ত্র মানে আগুন নিয়ে খেলা: শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৮আপডেট : ৩০ জুলাই ২০২২, ১৪:০৫





সলিমুল্লাহ সড়কের মিশনপাড়া এলাকায় সমাবেশে বক্তব্য রাখেন শামীম ওসমান স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ আওয়ামী লীগ নিয়ে ষড়যন্ত্র মানে আগুন নিয়ে খেলা। এই খেলা খেলতে গিয়ে জিয়া পারে নাই, এরশাদ পারে নাই, খালেদা জিয়া পারে নাই। আপনারাও পারবেন না।’
শনিবার (৭ সেপ্টেম্বর) বিকালে নারায়ণগঞ্জ মহানগরীর নবাব সলিমুল্লাহ সড়কের মিশনপাড়া এলাকায় আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। ‘রুখে দাঁড়াও স্বাধীনতাবিরোধীদের সকল অপশক্তির বিরুদ্ধে’—স্লোগানে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ এই সামাবেশের আয়োজন করে।
শামীম ওসমান বলেন, ‘ড. কামাল, মির্জা ফখরুলরা বিদেশিদের সঙ্গে মিটিং করছেন। দেশের বাইরে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে—এটা যখন শুনলাম, তখনই সভা করার সিদ্ধান্ত নিলাম। যেকোনও ষড়যন্ত্রের বিরুদ্ধে নারায়ণগঞ্জের মানুষকে প্রস্তুত থাকার জন্য এই সভা।’ 
নারায়ণগঞ্জ-৪ আসনের এই সংসদ সদস্য বলেন,‘তৃণমূলের নেতাকর্মীদের অসম্মান করা হলে, হয়রানি করা হলে শেখ হাসিনা কাউকে ছাড় দেবেন না বলেছেন। আমি শেখ হাসিনার কর্মী। আমাদের তৃণমূলের কোনও কর্মীর গায়ে হাত দিলে আমিও কাউকে ছাড় দেবো না।’
নারায়ণগঞ্জ প্রশাসনকে উদ্দেশ করে শামীম ওসমান বলেন, ‘আমার নির্বাচনি এলাকা-সিদ্ধিরগঞ্জে ছেলেধরা সন্দেহে একজন প্রতিবন্ধী ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ নিয়ে মামলায় যাদের আসামি করা হয়েছে তাদের ৯৫ শতাংশ আওয়ামী লীগের নেতাকর্মী। ৩০ শতাংশ প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আমার মনে হয়, এই মামলা নিয়ে খেলা শুরু হয়েছে। এই মামলার বাদী থানায় জিডি করেছেন। তার স্বাক্ষর জাল করে ৭৪ জনকে আসামি করা হয়েছে। বাদী ১৮ জনের নাম উল্লেখ করে মামলা দিয়েছেন। তাহলে এত মানুষের নাম এলো কী করে? আমার মনে হয়, পুলিশের কিছু অতি উৎসাহী অফিসার এই কাজ করেছেন।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘নারায়ণগঞ্জের পুলিশ সুপার একজন চৌকষ অফিসার। আমি তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন, এই মামলায় কোনও নিরপরাধ ব্যক্তির নাম এলে তদন্ত করে তা বাদ দেওয়া হবে। আমি বিশ্বাস করি, তিনি যা বলেন তা করেন। এই মামলায় কোনও পুলিশ অফিসারের বিরুদ্ধে অতি উৎসাহের প্রমাণ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি বলেন, ‘সিদ্ধিরগঞ্জ হলো নারায়ণগঞ্জের গোপালগঞ্জ। তারপরও কিছু কিছু পুলিশ অফিসার ষড়যন্ত্র করছে। অনেক অফিসার আওয়ামী লীগের অনেক নেতার বিরুদ্ধে নিউজ করতে কিছু কিছু সাংবাদিককে উৎসাহ দিচ্ছেন।’ এ জন্য প্রশাসনের মধ্যে শুদ্ধি অভিযান চালানোর আহ্বান জানান শামীম ওসমান।
হকার উচ্ছেদের বিষয়ে এই সংসদ সদস্য বলেন, ‘যদি হাকারদের ওপর নির্যাতন চালানো হয়, দলীয় নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি অব্যাহত থাকে, তবে আমরা নারায়ণগঞ্জকে অবরুদ্ধ করে দেবো। ঢাকা- চট্টগ্রাম হাইওয়ে, ঢাকা-মুন্সিগঞ্জ সড়ক, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, নারায়গঞ্জ-আদমজী সড়ক বন্ধ করে দেবো। কোনও শক্তি নেই আমাদের সরিয়ে দিতে পারে। কিন্তু আমরা তা চাই না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।’
নাম উল্লেখ না করে নারায়ণগঞ্জ সিটি মেয়রের উদ্দেশে তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের একজন জনপ্রতিনিধি গাড়ি থামিয়ে রাস্তার পাশের হকারের দোকানে লাথি দিয়ে ভেঙে দিয়েছেন। পুনর্বাসনের ব্যবস্থা না করে কাউকে উচ্ছেদ করা ঠিক না।’ তিনি বলেন, ‘নির্বাচনের আগে নৌকা মার্কার জন্য ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদেন। এখন ক্ষমতায় গিয়ে বলছেন, আমি কোনও দলের না। আগামীতে আর নৌকা চাইয়েন না। তখন দেখবো ক্ষমতায় আসতে পারেন কিনা?’
শামীম ওসমান বলেন, ‘আমাদের সঙ্গে খেলবেন না। কাকে খেলা শেখাবেন। আমরা তো অনেক ছোটবেলার খেলোয়াড়। আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীদের আজ মূল্যায়ন করা হচ্ছে না। এসব যখন দেখি তখন কষ্ট লাগে। খুব কষ্ট লাগে।’
এ সময় গত কোরবানির ঈদে মাংস বিতরণের নামে একটি এনজিও সংস্থার রোহিঙ্গাদের মাঝে অস্ত্র বিতরণ এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহার রাষ্ট্রবিরোধী বক্তব্যের নিন্দা জানান শামীম ওসমান।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চন্দন শীলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন—জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, যুগ্ম সম্পাদক শাহ নিজাম, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেনসহ অনেকে।

 

 

/আইএ/
সম্পর্কিত
হাসপাতালে ভর্তি হয়ে দোয়া চাইলেন শামীম ওসমান
শামীম ওসমানের অনুরোধে গান গাইলেন প্রতিমন্ত্রী
অটোরিকশা বন্ধের দাবি শামীম ওসমানের, ‘বাংলার টেসলা’ বললেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়