X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে যা যা দরকার সব করা হবে’

কুড়িগ্রাম প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫৭আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫০

পরীক্ষামূলক এক শিফটের বিদ্যালয় কর্মসূচি উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন

 

মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে যা যা দরকার সব করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক শিফটের বিদ্যালয় কর্মসূচি উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।  এসময় ৪টি প্রাথমিক বিদ্যালয়ে পরিক্ষামূলকভাবে এক শিফট চালু করা হয়। 

প্রতিমন্ত্রী বলেন, ‘যে সব বিদ্যালয়ে পর্যাপ্ত ভবন আছে আমরা সে সব বিদ্যালয়ে এক শিফট চালু করতে চাই। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতের জন্য পরীক্ষামূলকভাবে দেশের ৪টি মডেল প্রাথমিক বিদ্যালয়ে এক শিফটে ক্লাস চালু করা হয়েছে।’

মডেল প্রাথমিক বিদ্যালয়গুলো হলো, মাগুরা সদর উপজেলার হাজীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুড়িগ্রাম সদর উপজেলার ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, নেত্রকোণা সদর উপজেলার ৩৬ নং বালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুড়িগ্রামের রৌমারী উপজেলার রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই ৪টি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি পরীক্ষামূলকভাবে চালু থাকবে। এর ফলাফল ভালো হলে পর্যায়ক্রমে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে এক শিফট চালু করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কর্মসূচির উদ্বোধনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বদরুল হাসান বাবুল, কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীন ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ।

পরে তিনি রাজারহাট উপজেলার চাকিরপশা তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমের উদ্বোধন করেন।

এর আগে প্রতিমন্ত্রী জেলা প্রশাসন কার্যালয়ের ‘স্বপ্নকুঁড়ি’ হল রুমে জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় অংশ নেন। এসময় কুড়িগ্রাম জেলা সদর ও রৌমারী উপজেলায় দুটি অত্যাধুনিক প্রাইমারি টিচার্স ট্রেইনিং ইনস্টিটিউট (পিটিআই) তৈরি করা হবে বলে তিনি জানান।

জেলার প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সংক্রান্ত এ সভায় প্রতিমন্ত্রী বলেন, ‘কোনও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিদ্যালয় চলাকালে অনুপস্থিত থাকতে পারবেন না।’ কোনও বিদ্যালয়ে ভাড়াটে শিক্ষক দিয়ে ক্লাস নেওয়ার তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বহিঃষ্কারের নির্দেশ দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জন্য বরাদ্দ অর্থ আত্মসাৎতের কোনও অভিযোগ পাওয়া গেলে ও প্রমাণ পেলে কাউকে ছাড় দেওয়া হবে না।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সঙ্কট দূর কারার জন্য প্রতি বছরই প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হয় বলে প্রতিমন্ত্রী জাকির হোসেন জানান।

 

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলবে ১৫ ফেরি, ২০ লঞ্চ
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলবে ১৫ ফেরি, ২০ লঞ্চ
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
প্রিয় দশ
প্রিয় দশ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে