X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

পঞ্চগড়ে বন বিভাগের জমি দখল করে বাদাম চাষ!

পঞ্চগড় প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২৮আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২৯

পঞ্চগড়ে বন বিভাগের জমি দখল করে বাদাম চাষ! পঞ্চগড় জেলার বোদা উপজেলার বেংহারী ইউনিয়নে বন বিভাগের জমি দখল করে বাদাম চাষ করার অভিযোগ উঠেছে সদর উপজেলার মাগুরা প্রধানপাড়া গ্রামের এক মাদ্রসা শিক্ষকের বিরুদ্ধে। তার নাম মাহামুদুল আলম। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকালে তার লোকজন ট্রাক্টর দিয়ে হালচাষ করতে গেলে পুলিশ সেটি জব্দ করে চেয়ার্যাজনের জিম্মায় দেয়। পরে পঞ্চগড় সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন ওই রাতেই বোদা থানায় একটি লিখিত অভিযোগ করেন।
জানা গেছে, পঞ্চগড় জেলার বোদা উপজেলার বেংহারী ইউনিয়নের নন্দরাম মণ্ডল মৌজায় বন বিভাগের ১০৮ একর জমি রয়েছে। পঞ্চগড় সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্র ওই জমির মধ্যে ২০১৯-২০ অর্থবছরে প্রায় ১৩ একর জমি সামাজিক বনায়ন করতে স্থানীয় ১২ জন উপকারভোগীকে ১০ বছরের জন্য বরাদ্দ দেন। মাদ্রাসা শিক্ষক মাহামুদুল আলম ওই ১৩ একর জমির মধ্যে প্রায় ৬ একর জমিতে বাদাম চাষ করার জন্য শনিবার বিকালে ট্রাক্টর দিয়ে হাল চাষ শুরু করেন। এ সময় উপকারভোগীরা বন বিভাগকে জানালে পঞ্চগড় সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে হাল চাষে বাধা দেন। কিন্তু মাহামুদুল আলমের লোকজন বোদা উপজেলার ঝলঝলি গ্রামের আব্দুল জলিল ও একই উপজেলার মানিক পীর এলাকার সফিউল ইসলাম বাধা না মেনে হাল চাষ করতে থাকেন। একপর্যায়ে উপকারভোগীরা বিষয়টি ফোনে বোদা থানাকে জানায়। পরে বোদা থানা পুলিশ ট্রাক্টরটিকে জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের জিম্মায় দেয়।
পঞ্চগড়ে বন বিভাগের জমি দখল করে বাদাম চাষ! পঞ্চগড় সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, ‘এই মৌজায় বন বিভাগের ১০৮ একর জমি রয়েছে। বন বিভাগ স্থানীয়দের নিয়ে সামাজিক বনায়নের উদ্যেগ নিয়েছে। বনায়নের কাজও শুরু হয়েছে। কিন্তু অভিযুক্তরা জমি দখল করে ট্রাক্টর দিয়ে চাষ করেন।’
মাদ্রাসা শিক্ষক মাহামুদুল আলম বলেন, ‘৬ একর জমি স্থানীয় রেকর্ডিয় মালিকদের কাছ থেকে প্রায় ১০ বছর আগে জমি কিনেছি। আমার প্রয়োজনীয় কাগজপত্র বন বিভাগকে দেখাবো।’
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, বন বিভাগের লিখিত অভিযোগ পেয়েছি। এখনও মামলা দায়ের করা হয়নি। বন বিভাগকে সহযোগিতা করতে আমরা প্রস্তুত।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা