X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

টেকনাফে দেড় শতাধিক ঘর বিধ্বস্ত, ১০ হাজার মানুষ পানিবন্দি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩২আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪১

মুষলধারে বৃষ্টিপাতের সঙ্গে দমকা হাওয়ায় ও পাহাড় ধসে কক্সবাজারের উখিয়া-টেকনাফ উপজেলায় দেড় শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে স্থানীয়দের অর্ধশতাধিক কাঁচা ঘর-বাড়ি ভেঙে গেছে। বাকিগুলো বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের। এছাড়া পানির নিচে তলিয়ে গেছে বেশ কয়েকটি গ্রাম। এতে প্রায় দশ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এদিকে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনগণকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য মাইকিং করা হয়েছে।

টেকনাফে ১০ হাজার মানুষ পানিবন্দি মঙ্গলবার সরেজমিনে টেকনাফ পৌরসভা, হ্নীলা, বাহারছড়া, হোয়াইক্যং, শালবাগান রোহিঙ্গা ক্যাম্প, উখিয়ার পালংখালী, থাইংখালী, বালুখালী, মধুর ছড়া এলাকার রোহিঙ্গা ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বৃষ্টির পানিতে প্রায় দুই শতাধিক কাঁচা ঘর-বাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। পাশপাশি কয়েকটি গ্রাম পানির নিচে তলিয়ে গেছে।

এসব এলাকা পরির্দশনকালে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল হাসান বলেন, ‘টানা বৃষ্টিতে স্থানীয়দের ঘর বিধ্বস্ত ও পানিতে তলিয়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদের শুকনো খাবার দেওয়া হবে। এছাড়া বৃষ্টি অব্যাহত থাকায় নিরাপদ আশ্রয়ে সরিয়ে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। পাশাপাশি ক্যাম্পের অনেক জায়গায় রোহিঙ্গাদের বাড়িঘর ভেঙে যাওয়ার খবর পেয়েছি। এদের তালিকা করা হচ্ছে।’ টেকনাফে দেড় শতাধিক ঘর বিধ্বস্ত, ১০ হাজার মানুষ পানিবন্দি

টেকনাফের শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের মাঝি বদলুল ইসলাম বলেন, ‘ভারী বৃষ্টিপাতে এ শিবিরের প্রায় অর্ধশতাধিক ঝুপড়িঘর ভেঙে গেছে। এছাড়া বালুখালী, মধুরছড়া ও শূন্য রেখা রোহিঙ্গা শিবিরের শতাধিকের মতো ঘর পানিতে তলিয়ে যাওয়ার খবর পেয়েছি। এতে অনেক রোহিঙ্গা ঘরহারা হয়ে পড়েছে।’ টেকনাফে দেড় শতাধিক ঘর বিধ্বস্ত

পৌরসভার বাসিন্দা মোস্তাক মিয়া বলেন, ‘দীর্ঘদিন ধরে বেশ কয়েকজন প্রভাবশালী খাল দখল করে রেখেছে। এতে বৃষ্টির পানি জমে এলাকায় ঢুকে ঘরবিাড়ি পানির নিচে তলিয়ে গেছে। আগে বৃষ্টিতে এভাবে ঘরবাড়ি ডুবে যায়নি। আমাদের ঘরসহ এলাকার বেশ কয়েকটি কাঁচা ঘর ভেঙে গেছে। খাল দখলমুক্ত না হওয়ায় প্রতি বছর বৃষ্টিতে শতাধিকের বেশি পরিবারকে পানির মধ্যে বসবাস করতে হয়। খাল দখলমুক্ত করে এলাকার লোকজনকে পানিবন্দিত্ব থেকে রক্ষা করতে এবং খাল দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি সরকারের কাছে।’ মুষলধারে বৃষ্টিতে তলিয়ে গেছে টেকনাফের অনেক গ্রাম

পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা দিলদার বেগম (৫৫) নামে এক নারী বলেন, ‘টানা বৃষ্টিতে একমাত্র সম্বল ঘরটিও বিধ্বস্ত হয়ে গেছে। জানি না এখন পরিবার নিয়ে কোথায় যাবো। একটি মাত্র আশ্রয় কেন্দ্র হারিয়ে এখন নিঃস্ব হয়ে পড়ে আছি। সকাল থেকে পরিবারের কোনও লোকজন খাবার মুখে দিতে পারেনি। খাল দখলের কারণে আমাদের এই দশা। তার জন্য পৌর কৃর্তৃপক্ষ দায়ী। পৌর এলাকার কোনও জনপ্রতিনিধি আমাদের অবস্থা দেখতে আসেনি।’ 

টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম জানিয়েছেন, ‘আমার ইউনিয়নে বেশ কিছু বাড়ি বিধ্বস্ত হয়ে ১৫ জন আহত হয়েছে। এলাকায় পানের বরজ, বীজতলাসহ ব্রিজ, কালভার্ট ও ২০ কিলোমিটারেরও বেশি গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। পানির কারণে আশপাশের ১০টি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। দুর্গত এলাকায় গিয়ে তাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। ক্ষয়ক্ষতি পরিমাণ আরও বেশি হতে পারে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সাহায্য করা হবে।’

এদিকে টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়া এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসে দুই শিশু মারা গেছে। আহত হয়েছেন অন্তত পাঁচ জন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনার পর পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরে যাওয়ার জন্য মাইকিং করা হয়েছে।

আরও পড়ুন- 

মেরিন ড্রাইভ সড়কে পাহাড় ধস, দুই ঘণ্টা যান চলাচল বিঘ্নিত

টেকনাফে পাহাড় ধসে দুই শিশু নিহত

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া