X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জে ভূমিদস্যুদের হামলায় ২৫ গ্রামবাসী আহত

কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪৯আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫১

কেরানীগঞ্জ

ঢাকার কেরানীগঞ্জের বামনশুর গ্রামে ভূমিদস্যুদের হামলায় অন্তত ২৫ জন গ্রামবাসী গুরুতরভাবে আহত হয়েছেন। হামলাকারীরা  ৩০টি  বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
এই হামলায় গুরুতর আহত  কয়েকজনের নাম জানা গেছে।  তারা হলেন— মো. জমিস উদ্দিন (১৯), রাশিদা বেগম (৪৫), লাকি আক্তার (৪০), স্মৃতি আক্তার (২০), আল-আমিন (২৫), শাহিনুর (২২), মো. আনিস (৩৫), লাকি (৩০) ও সুমাইয়া বেগম (২৫)। রাশিদা বেগমকে ঢাকা মেডিক্যাল কলেজ  হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

কেরানীগঞ্জ থানায় বসে বিকাল ৫টায়  আহত লাকি স্থানীয় সাংবাদিকদের জানান, তারা কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের বামনশুর গ্রামের স্থায়ী বাসিন্দা।  বাপ-দাদাসহ চৌদ্দ পুরুষ ধরে তারা ওই গ্রামে বসবাস করে আসছেন। তাদের গ্রামের পাশেই ‘বামনশুর মডেল টাউন’ নামে একটি হাউজিং প্রকল্প গড়ে উঠেছে। শাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন লিটনের নেতৃত্বে ক্ষমতাসীন দলের কয়েকজন নেতা ওই হাউজিং প্রকল্পের মালিক। তারা কয়েকদিন ধরে স্থানীয় বাসিন্দাদের প্রায় ৩০টি বাড়ি  প্রকল্পের সঙ্গে যুক্ত হতে বলে। কিন্তু গ্রামবাসী ওই প্রস্তাবে রাজি হয়নি। এ ঘটনার সূত্র ধরে মঙ্গলবার সকালে  শাক্তা ইউনিয়নের চেয়ারম্যান সালাহউদ্দিন লিটনের নেতৃত্বে জাহিদুল, সাঈদ, বাসেদ, সুমন, জসীম উদ্দিনসহ ২০/২৫ জন ভূমিদস্যু  স্থানীয়দের বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। এসময় গ্রামবাসী তাদের বাধা দিলে ভূমিদস্যুদের ভাড়াটে লোকেরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে গ্রামবাসীর ওপর হামলা চালায়। এই হামলায় আমিসহ প্রায় ২৫ জন গ্রামবাসী আহত হন।

হামলায় আহত মো.আনিস জানান, তারা বাপ-দাদা চৌদ্দ পুরষের ভিটা-মাটিতে যুগযুগ ধরে বসবাস করে আসছেন। শাক্তা ইউনিয়নের চেয়ারম্যান সালাহউদ্দিন লিটন দীর্ঘ দিন ধরে তাদের বসতবাড়ি জোরপূর্বক  হাউজিং প্রকল্পের ভেতর নেওয়ার জন্য নানাভাবে   নির্যাতন করে আসছে।

এব্যাপারে জানতে সালাহউদ্দিন লিটনের মোবাইলে ফোন করা হলে তিনি রিসিভ করেননি। কেরানীগঞ্জ মডেল থানার ডিউটি অফিসার এসআই  আফরোজা খাতুন জানান, এ ঘটনায়  মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া