X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

এ মাসেই হতে পারে নুসরাত হত্যার রায়

রফিকুল ইসলাম, ফেনী
১০ সেপ্টেম্বর ২০১৯, ২২:৩০আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ২২:৪০

নুসরাত হত্যা মামলা

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার বিচার এখন প্রায় শেষপর্যায়ে। আগামীকাল বুধবার (১১ সেপ্টেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে এ মামলার যুক্তিতর্ক শুনানির দিন ধার্য রয়েছে। রাষ্ট্রপক্ষ ও আসামিরপক্ষে যুক্তিতর্ক শেষ হলেই চলতি মাস সেপ্টেম্বরেই রায়ের তারিখ ঘোষণা করতে পারেন আদালত। সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) হাফেজ আহমেদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

পিপি হাফেজ আহমেদ বলেন, ‘শুরু থেকেই মামলার বিচার বিলম্বিত করার সব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আসামিপক্ষ। এরপরও নুসরাত হত্যা মামলার বিচার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে মাত্র ৪০ কার্যদিবসে ৮৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। গত রবিবার (৮ সেপ্টেম্বর) ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ৩৪২ ধারায় সব আসামিকে পরীক্ষা করা হয়েছে।’

এদিকে, বিচার বিলম্বিত করার অভিযোগ অস্বীকার করে আসামিপক্ষের আইনজীবী গিয়াসউদ্দিন নান্নু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পিপির অভিযোগ ভিত্তিহীন। তবে এত অল্প সময়ে ৮৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে মামলা এপর্যায়ে নিয়ে আসাটা নজিরবিহীন।’ গিয়াস উদ্দিন নান্নু আরও দাবি করেন, ‘মামলার তদন্ত সংস্থা পিবিআই নুসরাত হত্যার প্রত্যক্ষ সাক্ষী হাজির করতে ব্যর্থ হয়েছে। এ মামলার ১২ জন আসামি পিবিআইয়ের নির্যাতনের মুখে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বাধ্য হয়েছে। এই জবানবন্দিতে কাউকে  সাজা দিতে পারেন না আদালত।’

বাদীর আইনজীবী এম শাহজাহান সাজু বলেন, ‘সাক্ষ্য-প্রমাণ হাজির করে ১৬ আসামির প্রত্যেকেই যে নুসরাত হত্যায় জড়িত তা সন্দেহাতীতভাবে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি।’ রায় কবে হবে, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা সম্পূর্ণ আদালতের বিষয়। আমরা আশা করছি, চলতি মাসেই রায় হতে পারে।’

ফেনীর প্রবীণ আইনজীবী আবুল কাশেম বলেন, ‘বিচারক, আইনজীবী, পুলিশসহ সংশ্লিষ্টরা চাইলে যে যেকোনও মামলা দ্রুত নিষ্পত্তি করতে পারে। নুসরাত হত্যা মামলার ক্ষেত্রে আমরা সেই প্রচেষ্টা দেখতে পাচ্ছি।’

গত ২৯ মে ১৬ জনকে অভিযুক্ত করে ৮০৮ পৃষ্ঠার অভিযোগপত্র আদালতে দাখিল করে পিবিআই। চার্জশিটভুক্ত ১৬ আসামির মধ্যে ১২ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ৩০ মে মামলাটি ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। ১০ জুন আদালত মামলাটি আমলে নিলে শুনানি শুরু হয়। ২০ জুন অভিযুক্ত ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন বিচারিক আদালত।

গত ২৭ ও ৩০ জুন মামলার বাদী ও নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমানকে জেরার মধ্যদিয়ে এই মামলার বিচার কাজ শুরু হয়। এই মামলার মোট ৯২ জন সাক্ষীর মধ্যে ৮৮ জনের সাক্ষ্যগ্রহণের মাধ্যমে সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন করেন আদালত।

উল্লেখ্য, নুসরাত সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী ছিলেন। ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ্দৌলার বিরুদ্ধে তিনি যৌন হয়রানির অভিযোগ করেন। এ ঘটনায় নুসরাতের মা শিরিন আক্তার বাদী হয়ে ২৭ মার্চ সোনাগাজী থানায় মামলা দায়ের করেন। এরপর অধ্যক্ষকে গ্রেফতার করে পুলিশ। পরে মামলা তুলে নিতে বিভিন্নভাবে নুসরাতের পরিবারকে হুমকি দেওয়া হয়। ৬ এপ্রিল সকাল ৯টার দিকে আলিম পর্যায়ের আরবি প্রথমপত্রের পরীক্ষা দিতে ওই মাদ্রাসাকেন্দ্রে যান নুসরাত। এসময় তাকে পাশের বহুতল ভবনের ছাদে মিথ্যা কথা বলে ডেকে নিয়ে যাওয়া হয়। সেখানে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়। ১০ এপ্রিল রাত সাড়ে ৯টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নুসরাত মারা যান। এই ঘটনায় নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান বাদী হয়ে ৮ এপ্রিল সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রানার্সআপ হয়ে প্রিমিয়ার লিগে ওয়ান্ডারার্স 
রানার্সআপ হয়ে প্রিমিয়ার লিগে ওয়ান্ডারার্স 
ঘামে ভেজা ত্বকের যত্নে...
ঘামে ভেজা ত্বকের যত্নে...
চট্টগ্রামে ক্রিকেটারদের ‘ক্লোজড ডোর’ অনুশীলন
চট্টগ্রামে ক্রিকেটারদের ‘ক্লোজড ডোর’ অনুশীলন
হাসপাতালের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
হাসপাতালের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা