X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

নোয়াখালীতে প্রকাশ্যে চাঁদাবাজির সময় কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪০আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫৩

নোয়াখালী

নোয়াখালীর মাইজদী শহরে প্রকাশ্যে চাঁদাবাজির সময় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে ধরে পুলিশে সোপর্দ করেছে জনতা। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তাদের থানায় সোপর্দ করা হয়। এ তথ্য নিশ্চিত করে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) আবদুল বাতেন জানান, দ্রুত বিচার আইনে থানায় মামলা দায়ের করা হলে আজ (বুধবার) আটক দুইজনকে গ্রেফতার দেখিয়ে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার দুইজন হলো– সদর উপজেলার নেওয়াজপুর গ্রামের মো. গোলাম সারোয়ারের ছেলে মেহেদী হাসান শাওন ও একই এলাকার আবুল কাশেমের ছেলে আনোয়ার হোসেন হৃদয়। তারা দুজন স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

মামলায় উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার বিকালে হাতিয়ার চানন্দি ইউনিয়নের সজিব আহমেদের ছেলে মো. জাফর কেনাকাটার জন্য জেলা শহরে আসেন। দুপুর ১২টার সময় তিনি মোহাম্মদিয়া হোটেলের সামনে দাঁড়ান। এসময় শাওন ও হৃদয়ের নেতৃত্বে ৬-৭ যুবক এসে তাকে হঠাৎ মারধর শুরু করে। একপর্যায়ে তাকে টেনে রূপসী বাংলা হোটেলের ভেতর নিয়ে যায়। সেখানে তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে তারা। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে হোটেলের ভেতরে মারধর করে। এসময় তার চিৎকারে লোকজন এগিয়ে এসে শাওন ও হৃদয়কে ধরে ফেললেও বাকিরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে সুধারাম থানা পুলিশ ঘটনাস্থল পৌঁছে দুই যুবককে আটক করে।

পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, ‘এ শহরে কোনও কিশোর গ্যাং, বাহিনী ও কোনও প্রকার সন্ত্রাসীদের ঠাঁই নেই। অপরাধী যেই হোক, তাকেই আইনের আওতায় আনা হবে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
কুকি চিনকে পৃষ্ঠপোষকতা করেছে আমাদের গোয়েন্দা সংস্থা: নুর
কুকি চিনকে পৃষ্ঠপোষকতা করেছে আমাদের গোয়েন্দা সংস্থা: নুর
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক