X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

নোয়াখালীতে প্রকাশ্যে চাঁদাবাজির সময় কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪০আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫৩

নোয়াখালী

নোয়াখালীর মাইজদী শহরে প্রকাশ্যে চাঁদাবাজির সময় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে ধরে পুলিশে সোপর্দ করেছে জনতা। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তাদের থানায় সোপর্দ করা হয়। এ তথ্য নিশ্চিত করে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) আবদুল বাতেন জানান, দ্রুত বিচার আইনে থানায় মামলা দায়ের করা হলে আজ (বুধবার) আটক দুইজনকে গ্রেফতার দেখিয়ে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার দুইজন হলো– সদর উপজেলার নেওয়াজপুর গ্রামের মো. গোলাম সারোয়ারের ছেলে মেহেদী হাসান শাওন ও একই এলাকার আবুল কাশেমের ছেলে আনোয়ার হোসেন হৃদয়। তারা দুজন স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

মামলায় উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার বিকালে হাতিয়ার চানন্দি ইউনিয়নের সজিব আহমেদের ছেলে মো. জাফর কেনাকাটার জন্য জেলা শহরে আসেন। দুপুর ১২টার সময় তিনি মোহাম্মদিয়া হোটেলের সামনে দাঁড়ান। এসময় শাওন ও হৃদয়ের নেতৃত্বে ৬-৭ যুবক এসে তাকে হঠাৎ মারধর শুরু করে। একপর্যায়ে তাকে টেনে রূপসী বাংলা হোটেলের ভেতর নিয়ে যায়। সেখানে তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে তারা। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে হোটেলের ভেতরে মারধর করে। এসময় তার চিৎকারে লোকজন এগিয়ে এসে শাওন ও হৃদয়কে ধরে ফেললেও বাকিরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে সুধারাম থানা পুলিশ ঘটনাস্থল পৌঁছে দুই যুবককে আটক করে।

পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, ‘এ শহরে কোনও কিশোর গ্যাং, বাহিনী ও কোনও প্রকার সন্ত্রাসীদের ঠাঁই নেই। অপরাধী যেই হোক, তাকেই আইনের আওতায় আনা হবে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী