X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বরিশালে ডেঙ্গু আক্রান্ত কিশোরীর মৃত্যু

বরিশাল প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০১৯, ১৫:০৯আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৫:২২

শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মারা যায় সুরাইয়া আক্তার (১৪)। এ নিয়ে এখন পর্যন্ত শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আটে জনের মৃত্যু হলো।

সুরাইয়া আক্তার বরগুনার পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামের বাদল মুন্সির মেয়ে এবং স্থানীয় পশ্চিম হারিটানা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

শেবাচিম হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুর রাজ্জাক বলেন, গত ৬ সেপ্টেম্বর জ্বরে আক্রান্ত হয় সুরাইয়া। পরে তাকে পাথরঘাটা উপজেলা সদরে প্রাইভেট ডাক্তার দেখানো হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষায় তার শরীরে ডেঙ্গু ধরা পড়ে। ১০ সেপ্টেম্বর রাত ৮টা ৪০ মিনিটে তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।

উপপরিচালক আরও বলেন, ‘সুরাইয়ার শরীরের হিমোগ্লোবিন আশঙ্কাজনকভাবে কমে গিয়েছিলো। এ কারণে তার শরীরে দুই ব্যাগ রক্তও দেওয়া হয়। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়ে মেয়েটি।’

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে শের-ই-বাংলা মেডিকেলে ভর্তি হয়েছে ১৯ জন রোগী। এর মধ্যে পাঁচ জন পুরুষ, আট জন নারী এবং ছয়টি শিশু রয়েছে। একই সময়ে চিকিৎসায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন ৩১ জন।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত মেডিক্যালে চিকিৎসাধীন ছিলেন ৯৯জন ডেঙ্গু রোগী। এর মধ্যে পুরুষ ৩৯জন, নারী ৩৪জন এবং শিশু ২৬জন।

গত ১৬ জুলাই থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয় ২ হাজার ১৭০জন রোগী। একই সময়ে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুইহাজার ৬৩জন। এই সময়ে চিকিৎসাধীন অবস্থায় আট ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। এছাড়া গৌরনদীতে আরও দুই জন ডেঙ্গুতে মারা গেছেন।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া