X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিয়ের দাওয়াত খেয়ে ১ জনের মৃত্যু, চিকিৎসাধীন ৩৯

সুনামগঞ্জ প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৩১আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫৩

 

অসুস্থদের বাড়িতে এলাকাবাসীর ভিড় সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের সাদকপুর গ্রামে এক বিয়ের দাওয়াত খেয়ে ৪০ জন ডায়রিয়া আক্রান্ত হন। পরে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) জলি রানী দেব নামে এক গৃহবধূ মারা গেছেন। উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ থেকে সিলেট নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি পৌর এলাকায় ওয়েজখালী গ্রামের সঞ্জু দেবের স্ত্রী। তার দুই সন্তান সনি দেব ও শর্মী দেবও অসুস্থ হয়ে পড়েছে। 

নিহত জলি দেবের ভাই আশোক দেব জানান, বিয়ে বাড়ির দাওয়াত খেয়ে অসুস্থ হওয়ার পর জলিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেটে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার লাশ এখানো সিলেট রয়েছে।

জলি রানীর অপর ভাই বিশ্বজিৎ দেব বলেন, একজন ভদ্র লোকের বাড়িতে খাবার খেয়ে এত জন মানুষ অসুস্থ হয়েছেন ও একজন মারা গেছেন, এর সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।

বরের বড় ভাই মলয় কান্তি দাস বলেন, বিয়ের দাওয়াতে গিয়ে প্রথমে হালকা নাস্তা খাই। পরে ভাত খেয়ে শুয়ে পড়ি। সকাল থেকে পেটে সমস্যা দেখা দেয়। আমাদের ধারণা খাবারের সমস্যার কারণে সবাই অসুস্থ হয়ে পড়েছেন।

স্বজনের আহাজারি দাওয়াত খেয়ে অসুস্থতরা হলেন বাদল, বিশ্বনাথ পাল, রাহুল, বিনোদ বিহারি, সুবর্ণা রানী, প্রিমা, লায়ন চৌধুরী, শিল্পী রানি, সুব্রত, বিশ্বজিৎ, জ্যোতিষ, সুচি, চন্দ্র রানি, কনিকা, সুশেন, শংকর, বিধান রায়, অসীম রায়, মিতা, প্রণয়, সতীশ, প্রণয় তালুকদার, মিতালি, সাগর, অনুকূল, লোপা দেব, লিটন দাস, সমর পাল, শংকর পালসহ ৪০ জন।

অসুস্থ যুবক দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের নগর গ্রামের সাগর দাস বলেন, ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের কোনও কিছু হয়নি। কিন্তু সকালে একজন-দুজন করে সবার পেটে সমস্যা দেখা দেয়। ডা

অসুস্থ প্রণয় তালুকদার বলেন, রাতে ডাল, খাসির গোশত, মুরগির গোশত ও সবজি দিয়ে ভাত খেয়েছি। খাওয়ার পরপর কিছু না হলেও আজ সকাল থেকে অনেকের পেটে সমস্যা হয়।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. সালাহ উদ্দিন আহমদ বলেন, বিয়ের দাওয়াত খেয়ে উনারা অসুস্থ হয়েছেন। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। 

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!