X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বন্যায় ভেঙে গেছে কালভার্ট, মেরামতে উদ্যোগ নেই

নওগাঁ প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫৪আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ২৩:২৭

বন্যায় ভেঙে যাওয়া কালভার্ট নওগাঁর রাণীনগরের বড়গাছায় বন্যায় ভেঙে যাওয়া ছোট একটি কালভার্ট মেরামত না করায় চরম ভোগান্তিতে পড়েছে কয়েকটি গ্রামের হাজারখানেক মানুষ। ভাঙা কালভার্ট দিয়ে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে তাদের। এটি মেরামতের কোনও পদক্ষেপ নেই কর্তৃপক্ষের।

বড়গাছা গ্রামের ইন্টু হোসেন বলেন, ‘উপজেলার বড়গাছা ইউনিয়নের গ্রামীণ রাস্তাগুলোর অবস্থা খুবই খারাপ। দীর্ঘদিন এই রাস্তা ও কালভার্টগুলো সংস্কার না করায় তা ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। ঝিনা বাজার থেকে লোহাচড়া যাওয়ার একমাত্র উপায় এই ঝিনা রাস্তাটি। কচুয়া, লোহাচড়া, ঝিনাসহ কয়েকটি গ্রামের কয়েকশ’ মানুষের চলাচলের একমাত্র পথ এটি। প্রায় দুমাস আগে বন্যায় ভেঙে যায় এই রাস্তার কচুয়া এলাকার কালভার্টটি। এর ওপর দিয়েই সাইকেল, ভ্যান, মোটরসাইকেলসহ ছোটখাটো যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে। এতে প্রত্যন্ত এই অঞ্চলের মানুষদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। এছাড়াও এই রাস্তার বিভিন্ন স্থানে ইট উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।’

স্থানীয় বাসিন্দা মর্জিনা বেগম বলেন, ‘ভোট এলেই শুধু নেতারা আশ্বাস দিয়ে যান, নতুন করে রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট নির্মাণ করা হবে। কিন্তু পরে আর কোনও খোঁজ থাকে না। প্রায় দুই মাস হলো বন্যায় ছোট্ট এই রিং কালভার্টটি ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এদিকে কারও দৃষ্টি নেই। এটিই আমাদের চলাচলের একমাত্র রাস্তা।’

বড়গাছা ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম শফু বলেন, ‘আমি এই ভেঙে যাওয়া কালভার্ট ও রাস্তার বেহাল দশার কথা উপজেলা প্রশাসন ও প্রকৌশল দফতরকে জানিয়েছি, কিন্তু এখনও কোনও বরাদ্দ পাওয়া যায়নি। বরাদ্দ এলেই কাজ শুরু করবো।’

উপজেলা প্রকৌশলী শাইদুর রহমান মিঞা বলেন, ‘এই কালভার্ট ও রাস্তাসহ উপজেলার বেশ কিছু গ্রামীণ অবকাঠামোর কাজের চাহিদা পাঠিয়েছি।’ অনুমোদন ও বরাদ্দ এলেই এগুলো নতুন করে নির্মাণ ও সংস্কারের কাজ শুরু করা হবে বলে তিনি জানান। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা