X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

আদমজীতে সন্ত্রাসীদের হামলায় ৬ ব্যবসায়ী আহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০১৯, ০৯:১৭আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০৯:১৮

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে ঠিকাদারি ব্যবসা নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে সন্ত্রাসীরা ব্যবসায়ীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ছয় ব্যবসায়ী আহত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের বাইরে কদমতলী পুল এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় এখনও থানায় মামলা হয়নি। তবে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে বলে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক জানান।

আদমজী ইপিজেডের ব্যবসায়ী ও পুলিশ জানায়, গত কয়েকদিন ধরে আদমজী ইপিজেডের ঠিকাদারি ব্যবসা নিয়ন্ত্রণের জন্য সেলিম মজুমদারের নেতৃত্বে সন্ত্রাসীরা আদমজী ইপিজেড এলাকায় মহড়া দেয়। শনিবার দুপুরে ইপিজেড এলাকায় মহড়া শেষে তারা আদমজী ইপিজেডের বাইরে কদমতলীপুল এলাকায় অবস্থান নেয়। ওই এলাকা দিয়ে আদমজী ইপিজেডের ব্যবসায়ী মাসুদুর রহমান, ইফতেখার আলম রাজু, সজীব, সোহাগ, জামাল ও ফয়সাল আদমজী ইপিজেডে যাচ্ছিল। এ সময় সন্ত্রাসীরা তাদের গতিরোধ করে তাদের কাছ থেকে চাঁদা দাবি করে। পরে ওই ব্যবসায়ীরা তাদের চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। এতে তারা আহত হন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক জানান, একজন ব্যবসায়ীকে মারধর করা হয়েছে। এ ঘটনায় মাসুদুর রহমান বাদী হয়ে সেলিম মজুমদারসহ বেশ কয়েকজনকে আসামি করে একটি অভিযোগ দিয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়