X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বগুড়ায় নকল ওষুধ কারখানার সন্ধান, দু’জনের জেল

বগুড়া প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:২৩আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:২৪

উদ্ধার করা নকল ওষুধ বগুড়া শহরের সুলতানগঞ্জপাড়া ও ঠনঠনিয়ায় নকল ওষুধ তৈরির কারখানার সন্ধান মিলেছে। শনিবার রাতে র‌্যাব-১২ ও জেলা প্রশাসন যৌথভাবে পৃথক অভিযান চালিয়ে নকল কারখানার সন্ধান পায়। পরে ভ্রাম্যমাণ আদালতে এক নারীসহ দুইজনকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রহমান এ সাজা দেন। সাজাপ্রাপ্তরা হলো, বগুড়া শহরের সুলতানগঞ্জপাড়ার তাইজুল ইসলামের স্ত্রী কল্পনা বেগম (৪০) ও ঠনঠনিয়া হাজিপাড়ার আবদুর রশিদের ছেলে মো. শাহাদুজ্জামান (৩৫)। তাদের বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। জব্দ করা ওষুধগুলো পুড়িয়ে ফেলা হয়।
র‌্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানির কমান্ডার মেজর এসএম মোর্শেদ হাসান রবিবার এক বিজ্ঞপ্তিতে জানান, শহরের সুলতানগঞ্জপাড়ার নতুন ব্রিজ এলাকায় তাইজুল ইসলামের বাড়িতে মানুষ ও গবাদি পশুর চিকিৎসায় নকল ওষুধ তৈরি করা হয়। এসব ওষুধ শহরের কালিতলা হাট এলাকায় ভাড়া দোকানে তারা বিক্রি করে থাকে। পারিবারিক একটি মামলায় তাইজুল বর্তমানে কারাগারে। তার স্ত্রী কল্পনা বেগম নকল ওষুধ তৈরির কাজ চালিয়ে যাচ্ছে এখন। শনিবার রাতে গোপন খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে বিপুল পরিমাণ নকল ওষুধ ও ওষুধ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। অনুনমোদিত ওষুধ উৎপাদন করায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কল্পনা বেগমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এছাড়া ৪০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও চার মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় তাকে।
এছাড়া শহরের ঠনঠনিয়া হাজিপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে একই অপরাধে শাহাদুজ্জামান নামে একজনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে আট মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৪০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তাইওয়ানে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
তাইওয়ানে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
নারীবান্ধব টয়লেট সুবিধা পান না ৯৩ শতাংশ নারী
জরিপের তথ্যনারীবান্ধব টয়লেট সুবিধা পান না ৯৩ শতাংশ নারী
সিলেট নগরীতে অপরাধী শনাক্তে ১১০ সিসি ক্যামেরা
সিলেট নগরীতে অপরাধী শনাক্তে ১১০ সিসি ক্যামেরা
সমরাস্ত্র প্রদর্শনীতে মেশিন টুলস ফ্যাক্টরির পণ্য
সমরাস্ত্র প্রদর্শনীতে মেশিন টুলস ফ্যাক্টরির পণ্য
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা