X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

গরিবের চালে ভেজাল দেওয়ায় ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

নীলফামারী প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৩৫আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪০

গরিবের চালে ভেজাল দেওয়ায় ডিলারকে জরিমানা সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরের চালে ভেজাল মেশানোর ঘটনায় ডোমারে এক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্র্যাম্যমাণ আদালত। ডিলার সামিউল ইসলাম হরিণচড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে ভ্র্যাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা ওই জরিমানা করেন।








উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) তহিদুর রহমান জানান, ১০ টাকা কেজির চালে ভেজাল মেশানোর সংবাদ পেয়ে রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকালে সামিউল ইসিলামের গোডাউনে অভিযান চালিয়ে ১৭ বস্তা খাবার অনুপযোগী নিম্নমানের চাল উদ্ধার করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা গোডাউনটি সিলগালা করে দেন। পরে সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সামিউল নিজের অপরাধ স্বীকার করলে ভ্র্যাম্যমাণ আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেন।

এ ঘটনায়, সামিউল ইসলাম জরিমানার ৫০ হাজার টাকা পরিশোধ করলে তাকে ছেড়ে দেওয়া হয়।

তবে হতদরিদ্র ক্রেতারা অভিযোগ করেন, উপজেলার ৩২ জন ডিলারের মধ্যে অধিকাংশ ডিলারই খাদ্যগুদাম কর্মকর্তাদের সহায়তায় চালে ভেজাল মিশিয়ে বিক্রি করছেন।

তবে উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা জিয়াউর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, গুদাম হতে ডিলাররা ভালো চাল সংগ্রহ করে নিয়ে যান। পরে তারা চালের সঙ্গে নিম্নমানের চাল মেশান।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা বলেন, ডিলার সামিউল ১৭ বস্তা নিম্নমানের চাল গোডাউনে রাখা ও মেশানোর দায় স্বীকার করায়, তার থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের স্বাক্ষর
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের স্বাক্ষর
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা