X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

নিখোঁজের দেড় মাস পর প্রবাসী যুবকের লাশ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪১আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪৫

মোশারফ মিয়া নিখোঁজের দেড় মাস পর টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এক বিল থেকে সৌদি প্রবাসী মোশারফ মিয়ার (২৫) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলার গজারিয়া বিল থেকে পুলিশ লাশ উদ্ধার করে। কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত মোশারফ ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নের মাইদারচালা নয়াবাড়ি গ্রামের সেকান্দর আলীর ছেলে।

পুলিশ ও মোশারফের পরিবারের সদস্যরা জানান, গত ৪ আগস্ট বিকালে ঘাটাইল উপজেলার কদমতলী গরুর হাট থেকে ফেরার পর রাত ৯টার দিকে নিখোঁজ হন মোশারফ। পরদিন ঘাটাইল থানায় এ বিষয়ে জিডি করা হয়। জিডি ও মোবাইলফোনের কললিস্টের সূত্র ধরে প্রতিবেশী নাছিমাকে (৩৫) ১৬ আগস্ট রাতে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে মোশারফের সঙ্গে অনৈতিক সম্পর্কের কথা স্বীকার করেন নাছিমা। নাছিমা জানান, গত ৪ আগস্ট রাতে মোশারফকে ডেকে নিয়ে তিনি ও তার ভাই আকতার মিলে খুন করেন। পরে মঙ্গলবার (১৭ আগস্ট) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন নাছিমা। তার দেওয়া তথ্যমতে নিহতের লাশটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় নাছিমার ভাই আকতারের স্ত্রীকেও গ্রেফতার করেছে পুলিশ। মামলার অন্যতম আসামি আকতার কালিহাতী উপজেলার বীরবাসিন্দা গ্রামের মৃত মেছের আলী মন্ডলের ছেলে। তিনি ভিয়াইল মাদ্রাসার শিক্ষক।

মামলার বাদী মোশারফের ছোট ভাই সজিব মিয়া দাবি করেন, ২০১২ সাল থেকে আমার ভাই সৌদিতে ছিলেন। তিনি কষ্টার্জিত অধিকাংশ টাকা-পয়সা নাছিমাকে পাঠিয়েছেন। এবার রমজান মাসে দেশে ফিরে টাকা ফেরত চাইলে নাছিমা ও তার ভাই মিলে আমার ভাইকে নির্মমভাবে খুন করে। আমরা এর উপযুক্ত বিচার চাই।

ওসি হাসান আল মামুন বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্যতম আসামি নাছিমার ভাই আকতার হোসেন পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।’

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
কুমিল্লা মেডিক্যাল সেন্টার হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা
কুমিল্লা মেডিক্যাল সেন্টার হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি