X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রাঙামাটিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার ১

রাঙামাটি প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৯, ১১:৪৭আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩০

গ্রেফতার রাঙামাটি শহরের স্বর্ণটিলা এলাকায় বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে পিন্টু দাস (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। পরে ওই নারীর বড় ভাই সুবাস দেওয়ানজি ওই রাতেই কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

গ্রেফতার পিন্টু দাস মাঝের বস্তি এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, ধর্ষণচেষ্টার অভিযোগে বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী এক নারীর বড় ভাই থানায় মামলা করেছেন। মামলা সূত্রে জানা যায়, ওই নারী প্রতিদিন সকালে তবলছড়ি কালী মন্দিরে গিয়ে প্রার্থনা করার পর মন্দির পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। সারা দিন মন্দিরে থেকে সন্ধ্যায় বাড়ি ফিরে আসেন। প্রতিদিনের মতো বুধবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে মগদশ্বরি মন্দিরের পাশে তাকে ধর্ষণের চেষ্টা করে পিন্টু দাস। এ সময় পাশের ঘাট থেকে গোসল শেষে বাড়ি ফেরার পথে ঝুনুদে নামে এক নারী ঘটনাটি দেখে চিৎকার শুরু করেন। তখন এলাকার লোকজন পিন্টু দাসকে হাতেনাতে ধরে থানায় সোপর্দ করেন।

প্রত্যক্ষদর্শী ঝুনুদে বলেন, ‘আমি নদী থেকে গোসল করে বাসায় ফেরার পথে দেখি পিন্টু দাস ওই নারীকে ধর্ষণের চেষ্টা করছে। পরে আমার চিৎকারে লোকজন এসে তাকে আটক করে পুলিশ দেয়।’

ভিকটিমের বড় ভাই সুবাস দেওয়ানজি বলেন, ‘আমি এই ঘটনায় পিন্টুর বিচারের দাবি জানাচ্ছি।’

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ জাহেদুল হক রনি জানান, স্বর্ণটিলার স্থানীয় কিছু লোক ধর্ষণচেষ্টার অভিযোগে পিন্টু দাসকে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় ভিকটিমের বড় ভাই সুবাস দেওয়ানজি রাত দশটায় মামলা করেছেন। ওই মামলায় পিন্টু দাসকে গ্রেফতার দেখানো হয়েছে।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
বায়ার্নের নজরে থাকা নাগেলসমানের সঙ্গে জার্মানির নতুন চুক্তি
বায়ার্নের নজরে থাকা নাগেলসমানের সঙ্গে জার্মানির নতুন চুক্তি
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!