X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ফাঁসির আদেশপ্রাপ্ত আসামির মৃত্যু

নাটোর প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৯, ১২:০৯আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৮

নাটোর নাটোরের বড়াইগ্রাম উপজেলার কৃষক ওমেদ আলী ওরফে চায়না হত্যা মামলার প্রধান আসামি ও ফাঁসির আদেশপ্রাপ্ত নিজাম উদ্দিন (৪৮) মারা গেছেন। বুধবার সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সন্ধ্যায় দোগাছি গ্রামের গোরস্থানে তাকে দাফন করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ডালু ও বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নিজামউদ্দিন বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের দোগাছি গ্রামের মৃত রিয়াজউদ্দিন প্রামানিকের ছেলে। প্রকাশ্যে বন্দুক দিয়ে গুলি করে একজনকে হত্যার দায়ে আদালত তাকে ২০১৭ সালে মৃত্যুদণ্ড দেন।

ইউপি চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ডালু ও নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইয়াসিন আলী সরকার জানান, ২০০৬ সালের আগস্ট মাসে দোগাছি গ্রামের বিলে মাছ ধরার জাল পাতাকে কেন্দ্র করে বিবাদ সৃষ্টি হয় নুর মোহাম্মদ ও সোহেল আলী নামের দুই প্রতিবেশীর মধ্যে। এ বিষয়ে ২ অক্টোবর গ্রাম্য শালিসে দুই পক্ষের মধ্যে মারামারি হলে নিজামউদ্দিন তার নিজের বন্দুক দিয়ে ওই গ্রামের ডুমন প্রামাণিকের ছেলে ওমেদ আলী ওরফে চায়নাকে গুলি করে হত্যা করে।

এঘটনায় ২১ জনকে আসামি করে বড়াইগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। দীর্ঘ শুনানি শেষে ২০১৭ সালের ৮ আগস্ট নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাসানুজ্জামান দোষ প্রমাণ না হওয়ায় ২০ আসামিকে খালাস ও প্রধান আসামি নিজামউদ্দিনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

রায় ঘোষণার পর থেকে প্রায় আড়াই বছর যাবত নিজামউদ্দিন রাজশাহী জেলখানায় ছিলেন। মঙ্গলবার রাতে হঠাৎ হৃদরোগে অসুস্থ বোধ করলে জেলখানা কর্তৃপক্ষ তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।

 

/এফএস/
সম্পর্কিত
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
লালমনি এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
নাটোরে লালমনি এক্সপ্রেসের ইঞ্জিন বিকল
সর্বশেষ খবর
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীপুত্র ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীপুত্র ইলহাম!
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়