X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কথায় কথায় আর শিক্ষার্থী বহিষ্কার করবে না বশেমুরবিপ্রবি

বশেমুরবিপ্রবি প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৯:১৫আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৯

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফেসবুকে দেওয়া স্ট্যাটাস ও কমেন্টকে কেন্দ্র করে আর কখনও শিক্ষার্থী বহিষ্কার না করা এবং শিক্ষার্থীদের বাকস্বাধীনতার নিশ্চয়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)। বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে আন্দোলন শুরু করলে গভীর রাতে একটি অফিস আদেশ দেয় কর্তৃপক্ষ, যাতে শিক্ষার্থীদের ১৪ দাবি মেনে নেওয়ার কথা উল্লেখ রয়েছে। আর এরমধ্যে রয়েছে ছাত্র বহিষ্কার ও বাকস্বাধীনতার নিশ্চয়তা দেওয়ার বিষয়ও।

সম্প্রতি ফেসবুকে ‘বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ কী’ কথাটি লিখে পোস্ট দেন আইন বিভাগের শিক্ষার্থী ও ‘দ্যা ডেইলি ক্যাম্পাসে’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ফাতেমা-তুজ-জিনিয়া। এর জেরে তাকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কর্তৃপক্ষের এ সিদ্ধান্তকে অবৈধ, অমানবিক, স্বাধীন মতপ্রকাশের প্রতিবন্ধক ও সাংবাদিকতার জন্য হুমকি উল্লেখ করে প্রতিবাদ জানায় বিভিন্ন সংগঠন। একইসঙ্গে উপাচার্য নাছির উদ্দীনের বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার জন্য তার পদত্যাগ দাবি করে বিভিন্ন পক্ষ।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল (বুধবার) রাতে উপাচার্যের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে গভীর রাতে ওই অফিস আদেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন, যাতে রেজিস্ট্রার নুরুদ্দীন আহমেদের সই রয়েছে।

অফিস আদেশ (ছবি– প্রতিনিধি) বিশ্ববিদ্যালয়ের নেওয়া ১৪ সিদ্ধান্ত হলো—৬ মাসের মধ্যে বঙ্গবন্ধুর ম্যুরাল ও শহীদ মিনারের নির্মাণকাজ শুরু করা, আবাসিক হলের প্রতি সিটের ভাড়া ১৫০ টাকা এবং গণরুমের ভাড়া ৫০ টাকা নির্ধারণ, ভর্তি ফি সর্বমোট ১৪ হাজার টাকা এবং সেমিস্টার ফি ২০০০ টাকা করা, বিভাগ উন্নয়ন ফি রদ করা, সাধারণ শিক্ষার্থীদের বাকস্বাধীনতার নিশ্চয়তা প্রদান, ক্ষমার অযোগ্য অপরাধ ছাড়া বহিষ্কার না করা, সাধারণ শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে এনে অপমান না করা, সব শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ে বিশুদ্ধ পানি সরবরাহ, কোনও শিক্ষক ব্যক্তিগত কারণে শিক্ষার্থীর ক্ষতিসাধনের চেষ্টা করলে তার শাস্তি নিশ্চিতকরণ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নামে যে টাকা নেওয়া হয় তার হিসাব প্রদান, ভর্তি হওয়ার ১০ বছরের মধ্যে কোনও শিক্ষার্থীকে ক্যাম্পাস থেকে বের হওয়ার নোটিশ না দেওয়া, কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া, অডিটোরিয়াম ও স্টুডেন্ট কমনরুম নির্মাণ, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব চিকিৎসা ভবন নির্মাণ, ফেসবুক স্ট্যাটাস ও কমেন্টকে কেন্দ্র করে কোনও শিক্ষার্থীকে বহিষ্কার না করা, প্রতি সেমিস্টারে বাস ভাড়া ৩০০ টাকা করা, আন্দোলনকে কেন্দ্র করে কোনও শিক্ষার্থীকে বহিষ্কার না করা।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নুরুদ্দীন আহমেদ বলেন, ‘ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে প্রশাসন তাদের দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা