X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

লালমনিরহাটে ‘ধর্ষকের’ সঙ্গে স্কুলছাত্রীর বিয়ে, কাজি গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৯, ০২:১৪আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ০২:১৪

শহিদুল ইসলাম লালমনিরহাটে ধর্ষণের শিকার সপ্তম শ্রেণির ছাত্রীকে ‘ধর্ষকের’ সঙ্গে বিয়ে পড়ানোর অভিযোগে কাজি শহিদুল ইসলামকে (৪৮) গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে বুড়িরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শহিদুল লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের সাতপাটকী এলাকার বাসিন্দা এবং ওই ইউনিয়নের নিকাহ নিবন্ধক।

লালমনিরহাট থানা পুলিশ জানায়, আড়াই মাস আগে প্রাইভেট শিক্ষক শাহীন আলমের বিরুদ্ধে সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠে। এ ঘটনায় বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে লালমনিরহাট সদর থানায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে প্রাইভেট শিক্ষক শাহীনসহ চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ অভিযান চালিয়ে শাহীনকে বুধবার রাতেই গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম বলেন, ‘মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বিয়ে পড়ানোর অভিযোগে কাজি শহিদুলকে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়েছে। তাকে শনিবার আদালতে সোপর্দ করা হবে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

এদিকে পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, লালমনিরহাট সদর থানার এসআই মাইনুল ইসলামের বিরুদ্ধে শাহীন এবং ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীকে বিয়ে দেওয়ার অভিযোগ উঠে। এ ঘটনায় বুধবারই তাকে হাতীবান্ধা সার্কেল অফিসে বদলি করা হয়েছে।

লালমনিরহাট সদর এ সার্কেলের দায়িত্বে থাকা এএসপি এসএম শফিকুল ইসলাম বলেন, ‘এসআই মাইনুল ইসলামের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এখনই এই ব্যাপারে কিছু বলা সম্ভব নয়।’

এদিকে মহেন্দ্রনগর ইউনিয়নের কাজি শহিদুল ইসলাম থানায় দাবি করে বলেন, 'আমি এই বিয়ে দেইনি। এমনকি তাদেরকে আমি চিনিও না। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।'

উল্লেখ্য, গত আড়াই মাস আগে ২৫ জুলাই সপ্তম শ্রেণির ওই শিক্ষার্থীকে লালমনিরহাটের একটি স্থানীয় ক্লিনিকে গর্ভপাত করানো হয়েছে বলে মেয়ের বাবা অভিযোগ করেন। এ ঘটনায় ১১ আগস্ট থানায় মেয়ের বাবা একটি অভিযোগ দেন। এরপর ২৩ আগস্ট প্রাইভেট শিক্ষক শাহীন এবং ওই শিক্ষার্থীর বিয়ে হয়।
আরও পড়ুন: 
লালমনিরহাটেও 'ধর্ষকের' সঙ্গে বিয়ের অভিযোগ, এসআই’কে বদলি

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুধু চাকরির পেছনে ছুটবে না, উদ্যোক্তা হবে:  স্বাস্থ্যমন্ত্রী
শুধু চাকরির পেছনে ছুটবে না, উদ্যোক্তা হবে:  স্বাস্থ্যমন্ত্রী
প্রগতি ইন্ডাস্ট্রিজের সাবেক এমডিসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা
প্রগতি ইন্ডাস্ট্রিজের সাবেক এমডিসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা
বঙ্গোপসাগরে ডুবলো জাহাজ, ভাসছেন ১২ নাবিক
বঙ্গোপসাগরে ডুবলো জাহাজ, ভাসছেন ১২ নাবিক
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের