X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ইবিতে প্রক্টরের অপসারণ দাবিতে আন্দোলন অব্যাহত

ইবি প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৪৩আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৪৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানের অপসারণের চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের তালা লাগিয়েছে শাখা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা।  রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে প্রধান ফটকে তালা লাগিয়ে আন্দোলন করতে থাকে তারা। এতে কুষ্টিয়া-ঝিনাইদহগামী ক্যাম্পাসের বাস আকটা পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন শিক্ষক-শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী এ বিষয়ে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জিম্মি করে কোনও দাবি আদায় করা যায় না। ছাত্রলীগকে বলা হয়েছে, একটু সময় দিতে। যোগ্যতা সম্পন্ন কাউকে পেলে নতুন প্রক্টর নিয়োগ দেওয়া হবে।’

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানের অপসারণের দাবি নিয়ে দুপুর ১টার দিকে উপাচর্য অধ্যাপক ড. হরুন উর রশিদ আসকারীর সঙ্গে দেখা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় তারা অধ্যাপক ড. মাহবুবের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে তার অপসারণের দাবি জানান। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে কোনও আশ্বাস না পাওয়া প্রশাসন ভবন থেকে বেরিয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। মিছিলে অধ্যাপক ড. মাহবুবর রহমানের বিরূদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেওয়া হয়।

মিছিলটি ক্যাম্পাসের ডায়না চত্বর হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে অবস্থান নিয়ে প্রধান ফটকে তালা লাগিয়ে দেন নেতাকর্মীরা। এতে আটকা পড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী বহনকারী গাড়িগুলো। এতে চরম ভোগান্তিতে পড়েন কুষ্টিয়া-ঝিনাইদহে অবস্থানকারী শিক্ষক-শিক্ষার্থীরা। পরে তাদের মধ্যে অনেকে লাইনের গাড়িতে করে চলে যেতে দেখা যায়। এরপর সাধারণ শিক্ষার্থীদের কথা চিন্তা করে বিকাল ৫টার দিকে তালা খুলে দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা।

এদিকে প্রধান ফটকের তালা খুলে দেওয়ার পরও প্রশাসনের পক্ষ থেকে কোনও সিদ্ধান্ত না আসায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। প্রতিবেদনটি লেখা পর্যন্ত ছাত্রলীগের আন্দোলন চলছিল।

প্রসঙ্গত, ২১ সেপ্টেম্বর তৃতীয় বারের মতো বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে যোগদান করেন অধ্যাপক ড. মাহবুবর রহমান। দায়িত্ব নেওয়ার পর ওই দিনই ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা উপাযাচার্যের কাছে তার অপসারণের দাবি জানান।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধর্ষণের অভিযোগে গ্রেফতার ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ফুটবলার
ধর্ষণের অভিযোগে গ্রেফতার ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ফুটবলার
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
তীব্র গরমে উচ্চ স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
তীব্র গরমে উচ্চ স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ