X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

১ অক্টোবরের মধ্যে জাবি’র ভিসিকে পদত্যাগের আল্টিমেটাম

জাবি প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫২আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১০:০৭

জাবিতে ভিসির দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন

আগামী ১ অক্টোবরের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি)বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ফারাজানা ইসলামকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরতরা। রবিবার (২২ সেপ্টেম্বর) এক কর্মসূচিতে দুর্নীতির অভিযোগে ভিসির পদত্যাগের দাবিতে কালো পতাকা প্রদর্শন করেছেন তারা।

এদিকে, রবিবার থেকে ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান)শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে জাবিতে। প্রতিবছর ভর্তি পরীক্ষার প্রথম দিন ভিসি বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে যান। তবে এবার কোনও কেন্দ্রে যাননি তিনি। ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা উপাচার্যকে ভর্তি পরীক্ষা চলাকালে অবাঞ্ছিত ঘোষণা করেন।ধারণা করা হচ্ছে এজন্যই তিনি কোনও কেন্দ্রে যাননি।

তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ভর্তি পরীক্ষা হচ্ছে। উপাচার্যের ভর্তি পরীক্ষা পরিদর্শন নিয়মের মধ্যে নেই। তবে এটা একটা রেওয়াজ।রবিবার না গেলেও পরীক্ষা চলাকালে যেকোনও দিন কেন্দ্র পরিদর্শনে যাবেন।’    

রবিবার ভর্তি পরীক্ষা চলাকালে  বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করেন শিক্ষক-শিক্ষার্থীরা।এসময় ছাত্রলীগকে টাকা ভাগ করে দেওয়ার অভিযোগ তুলে ১ অক্টোবরের মধ্যে উপাচার্যকে স্বেচ্ছায় পদত্যাগের আহ্বান জানান আন্দোলনকারীরা। বেঁধে দেওয়া সময়ের মধ্যে পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের মাধ্যমে উপাচার্যকে পদত্যাগে বাধ্য করার ঘোষণা দেন আন্দোলনকারীরা। এছাড়া দুর্নীতির অভিযোগ তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে বিচারের দাবি জানান তারা।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার বলেন, ‘আমরা দুর্নীতির অভিযোগে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছিলাম। ভিসি আমাদের দাবি মানেননি। যেসব ছাত্রনেতা প্রকল্পের টাকা পেয়েছেন তারা স্বীকার করার পরেও ভিসি তা অস্বীকার করছেন। তিনি উপাচার্য পদে বহাল থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। আমরা এই দুর্নীতিবাজ ভিসিকে ১ অক্টোবরের মধ্যে সসম্মানে পদত্যাগের আহ্বান জানাচ্ছি।’

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক সোহেল রানা, দর্শন বিভাগের অধ্যাপক কামরুল আহসান, অধ্যাপক রায়হান রাইন, অধ্যাপক আনোয়ারুল্লাহ ভূঁইয়া, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আব্দুল জব্বার হাওলাদার, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক খবির উদ্দিন, অধ্যাপক শফি মুহাম্মদ তারেক, অধ্যাপক জামাল উদ্দিন রুনু, বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা, অধ্যাপক নাজমুল হাসান তালুকদার, অধ্যাপক তারেক রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সমাজবিজ্ঞান অনুষদের সামনে একই কর্মসূচি পালন করবেন আন্দোলনকারীরা।

২৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের এক হাজার ৪৪৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প ঘিরে তিন দফা দাবিতে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলন শুরু করেন শিক্ষক-শিক্ষার্থীরা। টানা তিনদিন অবরোধের পর ১২ সেপ্টেম্বর আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেখানে দু’টি দাবি মেনে নিলেও দুর্নীতির অভিযোগের বিচার বিভাগীয় তদন্তের দাবির বিষয়ে সিদ্ধান্ত দিতে সময় চান উপাচার্য।

পরবর্তীতে ১৮ সেপ্টেম্বরে আবারও আলোচনায় বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আন্দোলনকারীরা। কিন্তু আলোচনা ফলপ্রসু না হওয়ায় ভর্তি পরীক্ষায় ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা ও তার পদত্যাগের দাবি জানান আন্দোলনকারীরা।

 

/এসটি/
সম্পর্কিত
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে সাপ্তাহিক ছুটি কমতে পারে
শিক্ষা প্রতিষ্ঠানে নির্যাতন চলতে পারে না: মানবাধিকার কমিশন
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি