X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিনামূল্যের ঘরের জন্য ১০-২০ হাজার টাকা নিয়েছেন ইউপি চেয়ারম্যান!

বিজয় রায় খোকা, কিশোরগঞ্জ
২৩ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩২আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৪৪

ঘর নির্মাণের জন্য চেয়ারম্যানকে টাকা দেওয়া গৃহহীন একটি পরিবার কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চেয়ারম্যান সায়দুজ্জামান সৈয়দুরের বিরুদ্ধে  গৃহীনদের ঘর নির্মাণের জন্য ১০-২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, মুমুরদিয়া ইউনিয়নের অন্তত ২০০ গৃহহীনের কাছ থেকে বিভিন্ন অংকের টাকা নিয়ে আত্মসাৎ করেছেন তিনি। দেড় বছর আগে  টাকা দিলেও এখনও অনেকে ঘর না পাওয়ায় হতাশ গৃহহীন পরিবারগুলো।

‘যার জমি আছে ঘর নেই,তার নিজ জমিতে গৃহ নির্মাণ’উপ-খাতের আওতায়  হতদরিদ্র্য পরিবারকে এক লাখ টাকায় ঘর বিনামূল্যে করে দেওয়ার উদ্যোগ নেয় সরকার। ঘর অনুমোদনের খরচের কথা বলে মুমুরদিয়া ইউনিয়নের অন্তত ২০০ দরিদ্র্য পরিবারের কাছ থেকে ১০-২০ হাজার টাকা করে নেয় চেয়ারম্যান সায়দুজ্জামান সৈয়দু। স্থানীয় ইউপি সদস্যদের সহযোগিতায় তিনি এ টাকা নেন। টাকা নেওয়ার তিন মাসের মধ্যে ঘর নির্মাণের কথা থাকলেও দেড় বছরে ঘর পাননি তারা।

ঘর নির্মাণের জন্য চেয়ারম্যানকে টাকা দেওয়া গৃহহীন একটি পরিবার মুমুরদিয়া ইউনিয়নে ২০১৭-১৮ অর্থবছরে ৩৮টি ঘর নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রকল্পের সভাপতি করে তার অনুকূলে বরাদ্দ দেওয়া হয় ৩৮ লাখ টাকা। দুস্থদের শনাক্ত করে ৩০ জুনের মধ্যে গৃহনির্মাণ সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হলেও  নির্ধারিত সময়ের মধ্যে ৩০টি ঘর নির্মাণ করা হয়।

৮ নম্বর ওয়ার্ডের বাঘবেড় গ্রামের মল্লিকা খাতুন বলেন, ‘আমার ঘর নির্মাণ করে দেবে বলে চেয়ারম্যান ১৫ হাজার টাকা নিয়েছেন। মেম্বার রতন মিয়াও বিষয়টি জানেন। আমার মতো অনেকের কাছ থেকেই টাকা নিয়েছেন তিনি। কেউ কেউ ঘর পেলেও আমি এখনও পাইনি, টাকাটাও ফেরত পাচ্ছি না।’

ঘর নির্মাণের জন্য চেয়ারম্যানকে টাকা দেওয়া গৃহহীন একটি পরিবার ৩ নং ওয়ার্ডের বতীহাটা গ্রামের রহিমা বেগম বলেন, ‘নতুন একটি ঘরের আশায় ধারকর্য করে চেয়ারম্যানকে টাকা দিয়েছি। তিনি সার্ভেয়ারও পাঠিয়েছিলেন মাপজোক করতে। সার্ভেযারও আলাদা করে এক হাজার টাকা নিয়েছে। ঘরও পাইনি টাকাও দিচ্ছে না। আমরা গরিব মানুষ পাওনাদারদের চাপে আছি। ঘরের দরকার নেই। দয়া করে আমাদের টাকাটা ফেরতের ব্যবস্থা করে দেন।’

মুমুরদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আলী আকবর বলেন, ‘চেয়ারম্যান আমাদের বলেছিলেন অফিস খরচ বাবদ ২০ হাজার টাকা দিলেই ঘর মিলবে। আমি ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন মানুষের কাছ থেকে প্রায় তিন লাখ টাকা চেয়ারম্যান সৈয়দুজ্জামানের কাছে জমা দিয়েছি। এখন আমি এলাকায় মুখ দেখাতে পারছি না। টাকাও ফেরত দিচ্ছেন না তিনি।’

৮নং ওয়ার্ডের ইউপি সদস্য রতন মিয়া বলেন, ‘চেয়ারম্যান অফিস খরচ বাবদ টাকা ১৫-২০ হাজার টাকা করে দাবি করেছিলেন। এ টাকা দিলেই ঘরের ব্যবস্থা করে দিতে পারবেন। আমার ওয়ার্ডের অনেক মানুষ ধারদেনা করে তাকে টাকা দিয়েছেন। এখন প্রতিদিন ঘরের বিষয়ে জানতে মানুষ আমার বাড়িতে ভিড় করে। আমি কোনও উত্তর দিতে পারি না। চেয়ারম্যানকে বললেও তিনি বিষয়টি সুরাহা করছেন না।’

চেয়ারম্যানকে টাকা দিয়ে ঘর পেয়েছে একটি পরিবার অভিযুক্ত চেয়ারম্যান সায়দুজ্জামানের সঙ্গে মোবাইলে বারবার যোগাযোগ করার পর প্রথমে তিনি এ বিষয়ে কথা বলতে চাননি। পরে তিনি কথা বলতে দু-একদিন সময় চান। তারপর থেকে তার ফোন পর্যন্ত বন্ধ পাওয়া যায়। পরে তার কার্যালয়ে গেলে তিনি টাকা নেওয়ার কথা অস্বীকার করেন।

কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দুলাল চন্দ্র সুত্রধর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটি প্রধানমন্ত্রীর অগ্রাধিকার তালিকার একটি প্রকল্প। যাদের জমি আছে আমরা সরকারিভাবে তাদের ঘর সম্পূর্ণ বিনামূল্যে করে দিচ্ছি। যদি কেউ টাকা নিয়ে থাকে তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত আমরা কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, শিগগিরই ঘর অথবা টাকা ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন হতদরিদ্র পরিবারগুলো। 

 

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!