X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

স্বামীকে খুন করে পুলিশকে ফোন

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩৫আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৯:১৯

স্বামী হত্যার অভিযোগে আটক মালেকা

স্বামী শরিফুল ইসলামকে খুন করে থানায় ফোন দিয়ে নিজেই পুলিশ ডেকেছেন মালেকা বেগম নামের এক নারী। সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোরে ঠাকুরগাঁও সদর উপজেলার বড় বালিয়া ইউনিয়নের বগুরাপাড়ায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে মালেকা বেগমকে আটক করা হয়েছে।

সদর থানার ওসি আশিকুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

নিহত শরিফুল ইসলাম কুমারপুর গ্রামের নকিবর রহমানের ছেলে ও আটক মালেকা মজিবর রহমানের মেয়ে।

স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) চিত্তরঞ্জন জানান, ২০০৬ সালে পারিবারিকভাবে শরিফা বেগম নামে এক নারীকে বিয়ে করেন শরিফুল ইসলাম। ২০০৭ সালে ওই নারীর মৃত্যু হলে ২০০৮ সালে দ্বিতীয়বার ঝরনা বেগম নামে আরেক নারীকে বিয়ে করেন। অপরদিকে ২০১২ সালে প্রতিবেশী মালেকা বেগমের সঙ্গে প্রেম করে বিয়ে করেন তিনি। এ নিয়ে দ্বিতীয় স্ত্রী ঝরনা বেগম ও তৃতীয় স্ত্রী মালেকা বেগমের মধ্যে বিরোধ শুরু হয়। এর জেরে ঝরনা বেগম নারী ও শিশু নির্যাতন আইনে স্বামীসহ মালেকার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন এবং মালেকা বেগমও একই আইনে স্বামীসহ দ্বিতীয় স্ত্রী ঝরনার বিরুদ্ধে পাল্টা আরেকটি মামলা দায়ের করেন। এদিকে প্রতিবেশী শফিকুল ইসলামের বাড়িতে প্রায় এক মাস ধরে ভাড়া থাকতেন মালেকা বেগম। রবিবার রাতে ওই বাড়িতে যান স্বামী শরিফুল। এরপর মালেকা বেগমের সঙ্গে তার কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে মালেকা বেগম কাঠ কাটার যন্ত্র দিয়ে শরিফুলের মাথায় আঘাত করেন।

পুলিশ পরিদর্শক চিত্তরঞ্জন আরও বলেন, ‘রাত ৩টা ৪৫ মিনিটে মালেকা বেগম সদর থানার এসআই ভূষণ চন্দ্র বর্মণকে ফোন করে জানান, তিনি তার স্বামী শরিফুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ওই নারীর ফোন থেকে বাড়ির মালিক শফিকুল ইসলামের সঙ্গে কথা বলা হয়, তিনিও বিষয়টি নিশ্চিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে এবং মালেকা বেগমকে আটক করা হয়।’

/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক