X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বগুড়ার নামীদামি ক্লাব ও হোটেলগুলো যেন মিনি ক্যাসিনো!

বগুড়া প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০১৯, ০০:০১আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ০০:০৩

 বগুড়ার বিভিন্ন নামীদামি ক্লাব ও আবাসিক হোটেলে নিয়মিত জুয়ার আসর বসানোর অভিযোগ উঠেছে। নজরদারির অভাবে ওইসব স্থানে জুয়ার পাশাপাশি চলে মাদকের ব্যবসা। মাদক ও জুয়ার আসর ছাড়াও এসব স্থানে বিভিন্ন অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ড সংঘটিত হয় বলেও অভিযোগ রয়েছে। শহরের জিরোপয়েন্ট সাতমাথা, অভিজাত জলেশ্বরীতলা, কাটনারপাড়া, সেউজগাড়ি, নবাববাড়ি সড়কসহ বিভিন্ন এলাকায় এসব ক্লাব ও আবাসিক হোটেল গড়ে উঠেছে। তবে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাদের দাবি, জেলার কোথাও কোনও ক্যাসিনো নেই, জুয়ার আসরও বসে না।

অনুসন্ধানে জানা গেছে, বগুড়া শহরের বিভিন্ন এলাকায় গড়ে ওঠা ক্লাবগুলোতে এক সময় খেলাধুলার আয়োজন থাকলেও এখন অবস্থা ভিন্ন। ক্লাবগুলোতে নেই কোনও ক্রীড়া সামগ্রী, কোনও প্রতিযোগিতাতেও অংশগ্রহণ নেই তাদের। সামনে ক্লাবের সাইনবোর্ড ঝুললেও ভেতরে চলে জুয়ার আসর।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, যেসব ক্লাবে জুয়া ও মাদকের আসর বসে সেগুলোর অন্যতম হলো জিরো পয়েন্ট সাতমাথায় টেম্পল রোডের পুলিশের অস্থায়ী ক্যাম্পের সামনের বগুড়া টাউন ক্লাব, জলেশ্বরীতলার আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন ইউনাইটেড ফ্রেন্ডস্ ক্লাব (ইউএফসি), শহরের কাটনারপাড়ার শহীদ তারেক সংঘ। এছাড়া শহরের সেউজগাড়িতে একটি বাড়িতে, তিনমাথা এলাকায় ভাড়া ভবনে ও বিভিন্ন উপজেলায় প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় বসছে জুয়ার আসর।

১৮৯৬ সালে শহরের সাতমাথায় গড়ে ওঠে বগুড়া টাউন ক্লাব। ঐতিহ্যবাহী এ ক্লাবে মাহবুবর রহমান বড় কালু, সারোয়ার মাস্টারের মত কিংবদন্তী ফুটবলার সৃষ্টি হয়। গত ১৯ বছর ক্লাবটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন শামীম কামাল শামীম। অভিযোগ রয়েছে তার ছত্রছায়ায় গভীর রাত পর্যন্ত ক্লাবটিতে জুয়ার আসর বসে। ভেতরে মাদক সেবনও চলে। শনিবার রাতে সদর থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে শামীমসহ ১৫ জুয়াড়িকে গ্রেফতার করে। মামলা পর রবিবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়।

শহরের কাটনারপাড়ায় ১৯৭২ সালে প্রতিষ্ঠিত শহীদ তারেক সংঘে আগে ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলা হতো। এ ক্লাবের অনেক খেলোয়াড় এখনও ক্রীড়া জগতে রয়েছেন। ঐতিহ্যবাহী ওই ক্লাবেও দীর্ঘদিন ধরে জুয়া ও মাদকের আসর বসার অভিযোগ উঠেছে। কয়েকবছর আগে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা এ ক্লাবে হানা দিয়ে টাকা, জুয়ার সরঞ্জামসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছিলেন। এরপরও সেখানে জুয়া বন্ধ হয়নি। ক্লাবের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন তার ক্লাবে এখন কোনও জুয়া চলে না বলে দাবি করেছেন।

আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন ইউএফসি ক্লাবে এক সময় অনেক কৃতি খেলোয়াড়দের পদচারণা ছিল। পরে এ ক্লাবটিতেও জুয়ার আসর বসা শুরু হয় বলে অভিযোগ রয়েছে।

নবাববাড়ি সড়কের রাইফেল ক্লাবে রাতভর জুয়াড়িদের আড্ডা ও মাদক সেবন চলে বলে অভিযোগ রয়েছে। তবে রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক মহতাসিম মেহেদী দৃঢ়তার সঙ্গে অভিযোগ অস্বীকার করেছে। তিনি দাবি করেন, তার ক্লাবে বয়স্ক মানুষরা তাস খেলে সময় পার করেন।

অভিযোগ রয়েছে শহরের সেউজগাড়ি এলাকায় ওয়ার্ড যুবদল সভাপতি আবদুল জলিলের সহযোগিতায় দীর্ঘদিন জুয়ার আসর চলছে।

অন্যদিকে শেরপুর উপজেলার খন্দকারটোলা এলাকায় নুরুল ইসলাম নামে এক ব্যক্তির তত্ত্বাবধানে দীর্ঘদিন জুয়ার আসর চলছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। অতিষ্ঠ এলাকাবাসীর পক্ষে ৪-৫ জন এ বিষয়ে বগুড়ার সাবেক এক এসপির কাছে লিখিত নালিশও করেছিলেন। তবে পরদিন ওইসব ব্যক্তিদের বাড়িতে গিয়ে শাসানো হয় বলে অভিযোগ রয়েছে।

এছাড়াও আদমদীঘি উপজেলার সান্তাহারে, শাজাহানপুর উপজেলার দুরুলিয়া গ্রামে জুয়ার আসর বসানোর অভিযোগ রয়েছে। নন্দীগ্রামের ভাটরা ইউনিয়নের কুড়িরা পন্ডিতপুকুর টাইগার ক্লাবেও সন্ধ্যার পর নিয়মিত জুয়া চলে। সুখানগাড়ি, বেলকুচি ও চৌকিবাড়ি গ্রামে নিয়মিত জুয়ার আসর বসার অভিযোগ রয়েছে। বানিয়াজান বাঁধ, মানিক পোটল, এলাঙ্গী বাজার, ছোট এলাঙ্গী, বেড়েরবাড়ি গ্রামেও জুয়ার আসর বসে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

তবে বগুড়া ডিবি পুলিশের ইনস্পেক্টর আসলাম আলী বলেন, আমার জানামতে জেলার কোথাও ক্যাসিনো নেই, কোথাও জুয়ার আসরও বসে না। তারপরও আমরা এ বিষয়ে খোঁজ নিচ্ছি। সুনির্দিষ্ট অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

বগুড়ার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তীও একই ধরনের মন্তব্য করেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়