X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

দক্ষিণ আফ্রিকার কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

মোহাম্মদ নূর উদ্দিন, হবিগঞ্জ
২৭ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৩৮আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০৫

নির্যাতনের শিকার সাবাজুল ইসলাম হবিগঞ্জের চুনারুঘাটের সাবাজুল ইসলামকে দক্ষিণ আফ্রিকায় নেওয়ার কথা বলে লিবিয়ায় আটকে রেখে দালাল চক্র নির্যাতন করছে বলে অভিযোগ পাওয়া গেছে। চক্রটি সাবাজুলের মুক্তিপণ বাবদ ১০ লাখ টাকা দাবি করেছে। টাকা না দিলে তাকে মেরে ফেলার হুমকিও দিয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার ও স্বজনরা।

স্থানীয়রা জানিয়েছেন, ৬ মাস আগে দালাল নূর আলীর প্রলোভনে পড়ে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়ে চুনারুঘাটের তারাশুল গ্রামের সাবাজুল। দালালরা তাকে দক্ষিণ আফ্রিকার বদলে লিবিয়ায় নিয়ে আটকে রেখে নির্যাতন শুরু করে। আর মুক্তিপণ হিসেবে তার পরিবারের কাছে ১০ লাখ টাকা দাবি করে।  টাকা না দিলে তাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। সাবাজুলের পরিবার এ নিয়ে দালাল নূর আলীকে চাপ দিলেও কোনও কাজ হয়নি। পরে ৪ সেপ্টেম্বর হবিগঞ্জ মানবপাচার ট্রাইব্যুনালে সাবাজুলের চাচা আব্দুল কদ্দুছ বাদী হয়ে নূর আলীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা করেন। বর্তমানে মামলাটি তদন্ত করছেন চুনারুঘাট থানা পুলিশ। 

সাবাজুলের স্ত্রী ও দুই সন্তান তারাশুল গ্রামে গিয়ে বাবার কথা জিজ্ঞাসা করতেই হাউমাউ করে কেঁদে ওঠে তার সন্তানরা।  প্রতিদিন বাবার ছবি হাতে নিয়ে কাঁদে তারা।

এ বিষয়ে সাবাজুলের স্ত্রী রিনা আক্তার বলেন, ‘আমরা গরিব মানুষ, মুক্তিপণের ১০ লাখ টাকা দেওয়ার ক্ষমতা নেই। দুই সন্তানকে নিয়ে অনেক কষ্ট করে বেঁচে আছি। অনেক অনুনয়-বিনয় করেও নূর আলীর মন গলাতে পারছি না।’ তিনি তার স্বামীকে উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

বাবার জন্য কাঁদছে ছেলে সাবাজুলের চাচা ও মামলার বাদী আব্দুল কদ্দুছ জানান, ১০ লাখ টাকা না দিলে দালাল নূর আলী সাবাজুলকে মেরে ফেলবে বলে হুমকি দিয়েছে। বিষয়টি প্রকাশের পর সাবাজুলের ওপর আরও বেশি নির্যাতন হচ্ছে। ভাতিজাকে উদ্ধারে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন।

সাবাজুলের চাচতো ভাই সুন্দর আলী বলেন, ‘দালাল নূর আলী প্রতিনিয়ত আমাদের ১০ লাখ টাকা মুক্তিপণ দিতে চাপ দিচ্ছে। কিন্তু আমাদের ১০ হাজার টাকা দেওয়ারও সামর্থ্য নেই।’

সাবাজুলের পরিবার এ বিষয়ে দালাল নূর আলী বলেন, সাবাজুলকে শিগগিরই মুক্ত করা হবে। দ্রুত তাকে দক্ষিণ আফ্রিকায় পৌঁছে দেওয়া হবে। তবে তিনি ১০ লাখ টাকা মুক্তিপণ চাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা জানান, আদালতের আদেশে মামলাটি পুলিশ তদন্ত করছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, নূর আলী সাবাজুলকে দক্ষিণ আফ্রিকায় নেওয়ার নাম করে লিবিয়ায় নিয়ে আটকে রেখেছে। বিষয়টি তদন্ত শেষে কেউ দোষী প্রমাণিত হলে অবশ্যই তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা