X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

মাল্টায় বেশি লাভ, বাড়ছে চাষ

সালেহ টিটু, বরিশাল
২৮ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৫৮আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৫৮

মাল্টায় বেশি লাভ, বাড়ছে চাষ বরিশালে মাল্টা বাগান করার প্রতি ঝোঁক বেড়েছে কৃষকদের। রোগ-বালাই কম, উৎপাদন ও লাভ বেশি—এসব কারণেই দিন দিন মাল্টা চাষ বাড়ছে। ১০ বছরও আগেও এ বিভাগে হাতেগোনা কিছু মাল্টা বাগান ছিল। তবে বর্তমানে চিত্রটা পাল্টে গেছে। এবছর বরিশাল বিভাগের ছয় জেলায় দেড়শ’ হেক্টর জমিতে একহাজার ১৯২ মেট্রিক টন মাল্টা আবাদ হয়েছে; যার বাজারমূল্য প্রায় ১৮ কোটি টাকা। মাল্টার বাজার পড়ে না গেলে আগামী বছর দ্বিগুণ মাল্টা উৎপাদনের আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদফতর।
বরিশালের উজিরপুর উপজেলার কৃষক শ্যামল আচার্য তিনবছর আগে কৃষি দফতর থেকে ২১টি মাল্টার বারি-১ জাতের কলম নিয়ে ২৫ শতাংশ জমিতে রোপণ করেন। শ্যামল বলেন, ‘প্রথম বছর তেমন মাল্টা না হলেও দ্বিতীয় বছর ৫০ হাজার টাকার মাল্টা বিক্রি করি। এ মৌসুমে ২১টি মাল্টা গাছে প্রচুর মাল্টা ধরেছে। বর্তমান বাজারে চীন থেকে আমদানি করা মাল্টা ২শ’ থেকে ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অথচ ওই মাল্টায় রস কম, একইভাবে স্বাদ নেই। বরিশালে উৎপাদিত মাল্টা যেমন রসালো, তেমনি সুস্বাদু। চারটি মাল্টায় এককেজি ওজন হয়। সর্বনিম্ন ১৫০ টাকা কেজি দরে মাল্টা বিক্রি করলেও আমার এবছর আড়াই লাখ টাকার মাল্টা বিক্রি হবে।’ মাল্টায় বেশি লাভ, বাড়ছে চাষ
তিনি আরও বলেন, ‘চীনা থেকে আমদানি করা মাল্টায় ফরমালিন থাকে। আর আমাদের উৎপাদিত মাল্টা সম্পূর্ণ বিষমুক্ত। গতবছর আমি বাগান থেকেই সব আম বিক্রি করেছি। এবছরও একইভাবে বাগান থেকে বিষমুক্ত মাল্টা বিক্রি করার আশা করছি। ইতোমধ্যে বিভিন্ন জন আমার সঙ্গে যোগাযোগ করছেন মাল্টা নেওয়ার জন্য। আমি আশা করছি, আগামী বছর আমার বাগানে দ্বিগুণ মাল্টা উৎপাদিত হবে। এতে আমার লাভের অংশও বেড়ে যাবে।’
শ্যামল জানান, তার বাগানের উৎপাদিত মাল্টা দেখে বিভিন্ন এলাকা থেকে চাষিরা এসে মাল্টা গাছের ফলনের বিষয়ে বুদ্ধি-পরামর্শ নিচ্ছেন। ইতোমধ্যে তার এলাকার পাঁচ কৃষক বড় পরিসরে মাল্টা গাছ লাগিয়েছেন। তিনি বলেন, ‘এভাবে আমাদের দেখাদেখি মাল্টা চাষে ঝোঁক বাড়ছে অন্যদের। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে আগামী ১০ বছরের মধ্যে বরিশাল থেকে মাল্টা বিদেশে পাঠানো সম্ভব হবে।’
মাল্টায় বেশি লাভ, বাড়ছে চাষ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক তাওফিকুর আলম বলেন, ‘বিভাগের ছয় জেলার মধ্যে মাল্টা উৎপাদনে পিরোজপুর এগিয়ে। এখানে এবছর ৯৫ হেক্টর জমিতে একহাজার ৫৩ মেট্রিক টন মাল্টা উৎপাদন হয়েছে। মাল্টা চাষে দ্বিতীয় অবস্থানে বরিশাল জেলা। এ জেলার ২৬ হেক্টর জমিতে ৫২ মেট্রিক টন মাল্টা চাষ হয়েছে। এ ছাড়া, ভোলায় ১৬ হেক্টরে ৩৫ মেট্রিক টন, ঝালকাঠির ১১ ও বরগুনার ১০ হেক্টরে ২০ মেট্রিক টন করে এবং পটুয়াখালীর ৬ হেক্টর জমিতে ১২ মেট্রিক টন মাল্টা উৎপাদন হয়েছে।’
তিনি আরও জানান, বছরে একহেক্টর জমিতে দুইবার ধান চাষ করলে লাভ হতো দুই লাখ টাকা। কিন্তু একই পরিমাণ জমিতে মাল্টা চাষ করলে সব খরচ বাদ দিয়ে লাভ পাওয়া যাবে ৫-৬ লাখ টাকা।’ মাল্টায় তেমন কোনও রাগ-বালাই নেই বলেও জানান তিনি।
এই কৃষি কর্মকর্তা বলেন, ‘দেশী বাতাবি লেবু গাছের সঙ্গে কলম করে বারি-১ জাতের মাল্টা গাছ লাগানো যায়। দুইবছর পরিচর্যার পর ওই গাছে বিপুল পরিমাণ মাল্টা ধরে। এ কারণে বাড়ছে মাল্টার বাগান। আমরা আশা করছি, আগামী বছর দ্বিগুণ জমিতে মাল্টা উৎপাদন হবে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন
ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
মুরাদনগরে ধর্ষণের ভিডিও ছড়ানোর ঘটনায় ৪ আসামি রিমান্ডে
মুরাদনগরে ধর্ষণের ভিডিও ছড়ানোর ঘটনায় ৪ আসামি রিমান্ডে
পশ্চিম তীরে ইসরায়েলি আইনের প্রয়োগ চান নেতানিয়াহুর মন্ত্রীরা
পশ্চিম তীরে ইসরায়েলি আইনের প্রয়োগ চান নেতানিয়াহুর মন্ত্রীরা
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল