X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে ৪০২টি পূজামণ্ডপের জন্য প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৪:২৪আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৫৫

চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা আগামী ৪ অক্টোবর থেকে শুরু। মহাপঞ্চমী দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হবে। পরের দিন মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা। ধূপ, ঘণ্টা আর ঢাকের তালে তালে শুরু হবে শারদীয় উৎসব। এ উৎসবকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলার পূজামণ্ডপগুলোতে প্রতিমা গড়ে তুলতে দিন-রাত কাজ করছেন সনাতন সম্প্রদায়ের পালরা। উৎসবকে পরিপূর্ণ রূপ দিতে মন্দিরগুলোতে চলছে ব্যাপক সাজসজ্জা।

কিশোরগঞ্জে শারদীয় দুর্গাপূজার জাঁকজমকপূর্ণ প্রস্তুতি চলছে। এবার জেলার ৪০২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। বেশিরভাগ মণ্ডপে প্রতিমা তৈরিতে মাটির কাজ শেষ করে এনেছেন শিল্পীরা। কোথাও কোথাও শুরু হয়েছে রঙের প্রলেপ দেওয়া। রঙ তুলির আঁচড়ে ফুটে উঠছে দুর্গতিনাশিনী দুর্গার অবয়ব। দুর্গার সঙ্গে স্থান পাচ্ছে কার্তিক ও গণেশের মূর্তিও। সবমিলিয়ে চারিদিকে সাজসাজ রব। ভক্তদের আশা শান্তির বার্তা নিয়ে আসবেন দেবী দুর্গা। তার আশীর্বাদে সুখী, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক দেশ হিসেবে এগিয়ে যাবে বাংলাদেশ।  

বিভিন্ন পূজামণ্ডপের আয়োজকদের সঙ্গে কথা হলে তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে আয়োজন শেষ করতে রাতদিন কাজ করছেন প্রতিমা শিল্পীরা। প্রতিমা তৈরির পাশাপাশি চলছে মণ্ডপসহ মন্দিরের শোভাবর্ধনের কাজ। মন্দিরের সামনে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন তোরণ। এ বছর জেলার ৪০২টি পূজামণ্ডপের জন্য ২০৫ টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। তবে তারা দাবি করেন, দুর্গাপূজার তুলনায় সরকারি সহযোগিতা খুবই অপ্রতুল। ধর্মীয় কাজে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতা নয়, বরং ধর্ম মন্ত্রণালয়ের তরফ থেকে যৎসামান্য সহযোগিতা পেলে বেশি খুশি হতেন তারা।

ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা

প্রতিমা শিল্পী দিলীপ পাল ও ভজন পাল আক্ষেপ করে জানান, মৃৎশিল্প তাদের পেশা হলেও তাদের এখন আর আগের মতো লাভ হয় না। প্রতিমা তৈরির জিনিসপত্রের দাম এখন অনেক বেড়ে গেছে। তাই এখন শুধু প্রতিমা তৈরি করে পরিবার পরিজন নিয়ে ঠিকমতো চলা দায় হয়ে গেছে। মৃৎশিল্প ও শিল্পীকে বাঁচিয়ে রাখতে তারা সরকারের পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা চেয়েছেন।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ভূপেন্দ্র ভৌমিক দোলন বাংলা ট্রিবিউনকে জানান, এবার জেলায় মোট ৪০২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। আর সনাতন ধর্মাবম্বলীদের প্রধান এই উৎসবকে পরিপূর্ণ রূপ দিতে মন্দিরগুলোতে চলছে ব্যাপক সাজসজ্জা।

তিনি আরও জানান, প্রতিবছরের মতো এবারও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালিত হবে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের জন্য তিনি সব মহলের সহযোগিতা চেয়েছেন।

পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বাংলা ট্রিবিউনকে জানান, গত বছর কিশোরগঞ্জে ৪১১টি মণ্ডপে পূজা উদযাপন হয়েছিল। তবে এবার তা কমে দাঁড়িয়েছে ৪০২টিতে। নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উৎসবের প্রস্তুতি চলছে। জেলা ও পুলিশ প্রশাসন শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালনের জন্য আয়োজকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন। গঠন করা হচ্ছে নানা রকম কমিটি। প্রতিটি মণ্ডপে পূজা নির্বিঘ্ন রাখতে পুলিশ, আনসার ও গোয়েন্দা সংস্থার লোকজনের পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক মোতায়েন করা হবে। এছাড়া আয়োজকদের সঙ্গেও পূজার শৃঙ্খলা বজায় রাখা নিয়ে বিভিন্ন সময় চলছে আলোচনা। জেলার ৪০২টি পূজামণ্ডপই সিসি ক্যামেরার আওতায় রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে।

/জেবি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
গরমে নাকাল পথচারীদের জন্য পানির ব্যবস্থা করলো ফায়ার সার্ভিস
গরমে নাকাল পথচারীদের জন্য পানির ব্যবস্থা করলো ফায়ার সার্ভিস
বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়