X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বাল্যবিয়ের অভিযোগে পুলিশ কনস্টেবল বরসহ ১১ জনের জরিমানা

লালমনিরহাট প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩৮আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩৭

লালমনিরহাট

লালমনিরহাটে শনিবার রাতে বাল্য বিয়ের অভিযোগে পুলিশ সদস্য বর ও তার মাসহ ১১ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আটক ৯ জনের কাছ থেকে বিভিন্ন অংকের মোট ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বর পক্ষকে ২ লাখ ২০ হাজার ও কনে পক্ষকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।   লালমনিরহাট সদর থানার এসআই মৃগেন্দ্রনাথ সরকার এ কথা জানান।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়শ্রী রানী রায়।

লালমনিরহাট সদর থানার এসআই মৃগেন্দ্রনাথ সরকার জানান, আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের চওড়াটারি এলাকার পুলিশ সদস্য সুজন দুলালের ছেলে পুলিশ কনস্টেবল (বর) মুন্না বাবু সিয়ামকে (২৫) ১ লাখ ও তার মা মনোয়ারা বেগমকে (৪৫) ৫০ হাজার টাকা, সারপুকুর এলাকার  নওয়াব আলীর ছেলে মোবারক হোসেনকে (৪৩), একই এলাকার আজিজার রহমানের ছেলে জোনাব আলী (৪৮), একই উপজেলার সাপ্টিবাড়ি জামুরটারি এলাকার আবুল হোসেনের ছেলে মোসলেম উদ্দিন (৫৫), দলিদার হোসেনের স্ত্রী ফাতেমা খাতুন (৪৮), একই এলাকার আদিতমারী এলাকার ব্যবসায়ী ইব্রাহীম আলীর স্ত্রী শেফালী বেগম (৩০), মৃত. আব্দুল কাদের মিয়ার স্ত্রী ফাতেমা বেগম (২৮) ও আসাদুল্লাহ মিয়ার ছেলে মোসলেম উদ্দিনসহ (৫৫) প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৭০ হাজার টাকা। এছাড়াও কনের বাবা খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি এলাকার ফজলুল হকের ছেলে শেখ কামালকে (৪৯) ও তার স্ত্রী লাইজু বেগমকে (৪০) ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, পুলিশ সদস্য সিয়াম মুন্নার সঙ্গে সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি সেতু বাজার এলাকার নবম শ্রেণির ছাত্রীর বিয়ে হয়। খবর পেয়ে পুলিশ নিয়ে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে কনের বাড়িতে গিয়ে বরযাত্রীর গাড়ি আটক করেন ইউএনও জয়শ্রী রানী রায়। ঘটনা বুঝতে পেয়ে বর ও কনের গাড়ি পালিয়ে গেলেও তিনি বর যাত্রীর ২৪ জনকে আটক করে থানায় নিয়ে আসেন। পরে ইউএনওর নির্দেশে ১৭ শিশুকে ছেড়ে দিয়ে ৭ জনকে আটকে রাখা হয়। পরে বর ও তার মাকে ধরে আনার পর মোট ১১ জনের কাছ থেকে ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করে তাদের ছেড়ে দেওয়া হয়। 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া