টাঙ্গাইলের কালিহাতীতে স্বামীর নির্যাতনে রেহেনা বেগম (২৫) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এঘটনায় নিহতের স্বামীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের বেলটিয়া আলিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন এ তথ্যটি নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন, নিহতের স্বামী ভ্যানচালক আবু বকর, তার বড় ভাই ইউসুফ ও ছোট ভাই আল-আমীন। তারা ওই এলাকার সামান আলীর ছেলে।
নিহত গৃহবধূ সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার বারদুল চর গ্রামের জহুর উদ্দিনের মেয়ে। নিহতের ৫ বছর ও ৭ মাসের দুইটি কন্যা সন্তান রয়েছে।
স্থানীয়রা জানান, শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে পারিবারিক কলহের জের ধরে রেহেনাকে বেধড়ক মারধর করে তার স্বামী আবু বকর। এক পর্যায়ে আহত অবস্থায় রাতেই রেহেনাকে কবিরাজ দিয়ে চিকিৎসা করানো হয়। অবস্থার উন্নতি না হলে তাকে স্থানীয় বাজারের পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। পরে ওই চিকিৎসকের পরামর্শে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তার মৃত্যু হয়। মৃত্যুর পরই নিহতের স্বামীসহ ওই তিনজনকে আটক করে পুলিশ।
ওসি হাসান আল মামুন বলেন,‘লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এঘটনায় নিহতের স্বামীসহ তিনজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’