বগুড়ায় একদিনে প্রতি কেজি পেঁয়াজের দাম ২৫-৩০ টাকা বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, ভারত রফতানি বন্ধ করা এবং দেশে বন্যার কারণে উৎপাদন কম হওয়ায় পেঁয়াজের দাম বেড়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রাজাবাজার ও ফতেহআলী বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, দেশি, ভারতীয় ও বার্মিজ (মিয়ানমার) পেঁয়াজ প্রতি কেজিতে ২৫-৩০ টাকা বেড়েছে। দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ ক্রেতারা ক্ষুব্ধ।
রাজাবাজারের আড়তদার আল্লাহর দানের মালিক জয়নুল আবেদীন শামীম জানান, রবিবার পাইকারিতে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৭০-৭৫ টাকা এবং খুচরা ৮০-৯০ টাকা দরে এবং ভারতীয় পেঁয়াজ পাইকারিতে ৫৫-৬০ টাকা ও খুচরা ৬৫-৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া মিয়ানমার থেকে আমদানি করা প্রতি কেজি পেঁয়াজ পাইকারি ৫০-৫৫ টাকা এবং খুচরা ৬০-৬৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। রবিবারও পাইকারি ও খুচরা বাজারে ১৫-২০ টাকা কম ছিল।
দাম বৃদ্ধি প্রসঙ্গে আড়তদাররা জানান, এ বছর বর্ষার কারণে এমনিতে পেঁয়াজের অনেক ক্ষতি হয়েছে। হঠাৎ করে ভারত রফতানি বন্ধ করে দেওয়ায় পেঁয়াজের দাম কেজিতে ২৫-৩০ টাকা বেড়েছে।
ব্যবসায়ীরা ধারণা করছেন, শিগগিরই পেঁয়াজ আমদানি করা সম্ভব না হলে ২০০ টাকা কেজিতে পৌঁছাবে।
বগুড়া শহরের সুলতানগঞ্জপাড়ার গৃহবধূ আসমা খাতুন জানান, দু’দিনের মধ্যে প্রতি কেজি পেঁয়াজের দাম ৪০-৫০ টাকা বেড়ে যাওয়ায় কিনতে হিমশিম খাচ্ছেন। একই মত স্থানীয় অনেকের। তাদের মতে, দাম বৃদ্ধি অব্যাহত থাকলে পেঁয়াজ ছাড়াই তরকারি খেতে হবে।