X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

রফতানি বন্ধ, হিলিতেও বেড়েছে পেঁয়াজের দাম

হিলি প্রতিনিধি
০১ অক্টোবর ২০১৯, ১২:১২আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ১২:২৭

হিলিতে পেঁয়াজের আমদানি বাড়ছে, ফাইল ছবি ভারত রফতানি বন্ধ করার পর দেশের বাজারে পেঁয়াজের দাম অস্থিতিশীল হয়ে উঠেছে। এরই মধ্যে হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২৮-৩৩ টাকা। ফলে বিপাকে পড়েছেন পাইকার ও সাধারণ ক্রেতারা। নতুন এলসি খোলা বন্ধ থাকলেও পুরনো এলসির  এদিকে দাম আরও বাড়তে পারে এ আশায় অনেক আমদানিকারক পেঁয়াজ মজুত করছেন বলে জানা গেছে।

হিলি স্থলবন্দর কার্যালয় ও পেঁয়াজ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৩ সেপ্টেস্বর ভারত পেঁয়াজের রফতানি মূল্য বৃদ্ধির পর বন্দর দিয়ে ১৪ ট্রাক পেঁয়াজ আমদানি করা হয়। এর মধ্যে দুই ট্রাক পেঁয়াজ ৭৪-৭৫ টাকা দরে বিক্রি করলেও বাঁকি পেঁয়াজগুলো বাড়তি লাভের আশায় বন্দর থেকে বের করে গুদামজাত করেন অনেক আমদানিকারক। সেই পেঁয়াজ এখন ৭৫-৮০ টাকায় বিক্রি করা হচ্ছে।

হিলিতে পেঁয়াজ কিনতে আসা পাইকার রফিকুল ইসলাম ও মোসলেম উদ্দিন বলেন, শনিবার ও রবিবার হিলিতে  প্রতি কেজি পেঁয়াজ পাইকারিতে ৪৫-৫০ টাকা কেজি দরে কিনেছিলেন। কিন্তু সোমবার বিকালের পর থেকে সেই পেঁয়াজের দাম বেড়ে ৭০-৭৫ টাকায় দাঁড়িয়েছে।  মঙ্গলবার দাম আরও বেড়ে ৭৫-৮০ টাকা হয়েছে। এভাবে দাম বেড়ে যাওয়ায় তারা বিপাকে পড়েছেন।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা এনামুল হক ও সোহরাব হোসেন বলেন, পেঁয়াজ কিনতে এসে বিপাকের মধ্যে পড়েছেন। একদিন আগেও যে পেঁয়াজ ৫০-৫২ টাকা কেজি দরে কিনেছেন সেই পেঁয়াজ এখন ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। সাধারণ মানুষের পক্ষে এত টাকা দিয়ে পেঁয়াজ কিনে খাওয়া সম্ভব নয়।  সরকারের উচিত পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ করা।

হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ জানান, রবিবার ভারত সরকার পেঁয়াজ রফতানি বন্ধের সিদ্ধান্তের পর তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা জানিয়েছেন, ২৬ সেপ্টেম্বর পর্যন্ত পেঁয়াজ আমদানির জন্য এলসিগুলোর বিপরীতে টেন্ডার হয়েছে শুধু সেসব পেঁয়াজ রফতানি করার সম্ভাবনা রয়েছে।

অপর পেঁয়াজ আমদানিকারক নাজমুল হক বলেন, ভারত সরকার স্পট পদ্ধতিতে পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছে। ফলে যেসব পেঁয়াজবাহী ট্রাক রাস্তায় দাঁড়িয়ে আছে সেগুলোও ঢুকতে আসতে পারবে না বলে জানিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। এতে আমদানিকারকরা বিপাকে পড়েছেন।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, রবিবার বন্দর বিকালের পর থেকে বন্দর দিয়ে কোনও পেঁয়াজ আমদানি হয়নি। বন্দর দিয়ে সাধারণত বিকাল ৩টার পরে পেঁয়াজ আমদানি হয়ে থাকে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিশোরকে তুলে নিয়ে চাঁদা দাবির অভিযোগে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার
কিশোরকে তুলে নিয়ে চাঁদা দাবির অভিযোগে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার
সুন্দরবনের আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় প্রধানমন্ত্রীর সন্তোষ
সুন্দরবনের আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় প্রধানমন্ত্রীর সন্তোষ
লন্ডনের স্টেডিয়ামে গাইবেন জেমস
লন্ডনের স্টেডিয়ামে গাইবেন জেমস
যাত্রাবাড়ীতে বাস-পিকআপ সংর্ঘষে নিহত ২
যাত্রাবাড়ীতে বাস-পিকআপ সংর্ঘষে নিহত ২
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?